আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ
সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
শনিবার (১৪ মে) দেশটির ফেডারেল সুপ্রিম কাউন্সিল প্রেসিডেন্ট পদে তাকে নির্বাচিত করে।
এর আগে গতকাল শুক্রবার (১৩ মে) আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। এর একদিন পরেই প্রেসিডেন্ট নির্বাচন করা হলো দেশটিতে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়ামের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, শেখ উত্তরসূরীদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, নতুন প্রেসিডেন্টকে এক টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন, দুবাই শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ১৯৬১ সালে আল আইনে জন্মগ্রহণ করেন। তার বাবা আমিরাতের প্রথম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ও মা শেখা ফাতেমা বিনতে মুবারক।
ব্রিটেনের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট থেকে গ্র্যাজুয়েট সম্পন্ন করা শেখ মোহাম্মদ বিন জায়েদ এমবিজেড নামে ব্যাপকভাবে পরিচিত। তিনি আরব বিশ্বের অন্যতম শক্তিশালী একজন নেতা।
সৎভাই প্রেসিডেন্ট শেখ খলিফার মৃত্যুতে দেশটির নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদই হচ্ছেন আগে থেকেই তা ধারণা করা হচ্ছিল। শেখ খলিফার অসুস্থতার কারণে এক কোটি মানুষের মরুভূমির দেশটি কয়েক বছর ধরে কার্যত তিনিই শাসন করছিলেন।
বদলে যাওয়া মধ্যপ্রাচ্যে নেতা হিসেবে আবির্ভূত হন সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র শেখ মোহাম্মদ। তিনি ইসরায়েলে সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন। ইয়েমেনে ইরান সমর্থিত যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত হয়েছেন শেখ মোহাম্মদ।
আরএ/