বিরোধী নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব শ্রীলঙ্কার প্রেসিডেন্টের
শ্রীলঙ্কায় চলমান আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করতে রাজি হওয়ার পর এবার দেশটির প্রেসিডেন্ট বিরোধী নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছেন। শ্রীলঙ্কার বিরোধী দল সমাগি জন বালাভেগায়ার (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে অনুরোধ করেছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।
শনিবার (৭ মে) সকালে বিরোধী দলের নেতাকে টেলিফোন করে এ অনুরোধ করেন তিনি। এ সময় দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে সাজিথ প্রেমাদাসা প্রেসিডেন্টকে জানান।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম কলম্বো পেজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট বিরোধীদলীয় নেতাকে টেলিফোন করেছেন এবং দেশের বর্তমান সংকটের মুখে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে বলেছেন। এ সময় বিরোধী দলীয় নেতা প্রেসিডেন্টকে বলেন, এ বিষয়ে বিরোধী দলের সাংসদদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করতে রাজি হওয়ার কথা জানান মাহিন্দা রাজাপক্ষে। মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগ করলে মন্ত্রিসভা ও ভেঙে যাবে। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে সোমবার (৯ মে) একটি বিশেষ বিবৃতিতে তার পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা রয়েছে। তিনি পদত্যাগের ঘোষণা দিলে আগামী এক সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার রদবদল হবে।
ব্যাপক মুদ্রাস্ফীতি ও আমদানি করা খাদ্য, জ্বালানি ও ওষুধ-সংকটের কারণে শ্রীলঙ্কায় এক মাসের বেশি সময় ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে।
১৯৪৮ সালে স্বাধীনতার পর আর কখনোই এমন সংকটের মুখে পড়েনি শ্রীলঙ্কা। এই সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করছে দেশটির জনগণ।
আরএ/