ইরানে বাড়িতে তৈরি মদপানে নারীসহ ১০ জনের মৃত্যু
ইরানের দক্ষিণাঞ্চলে বাড়িতে তৈরি করা মদপান করে এক নারীসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (৮ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
হরমোজগান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সেসের মুখপাত্র ফাতেমেহ নওরোজিয়ান আধা-সরকারি তাসনিম নিউজ ওয়েবসাইটকে জানিয়েছেন, উপকূলীয় শহর বন্দর আব্বাসে নয়জন পুরুষ এবং একজন মহিলার মৃত্যু হয়েছে এবং আরও ১৯ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওরোজিয়ান আরও বলেন, এ পর্যন্ত ৭৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে ৪৫ জনকে ডায়ালাইসিস করতে হয়েছে এবং চারজন দৃষ্টি প্রতিবন্ধকতার শিকার হয়েছে।
দেশটির পুলিশ বলছে, চলতি মাসের প্রথম দিকে অভিযান চালিয়ে বাড়িতে মদ তৈরির পাশাপাশি বিক্রি করা অপরাধে আটজনকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ইরানে মদের উৎপাদন, বিক্রি ও পান করা কঠোরভাবে নিষিদ্ধ। তবে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য এ ব্যাপারে কিছুটা ছাড় রয়েছে। যারা অবৈধভাবে দেশটিতে মদসহ ধরা পড়ে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়।
২০২০ সালে কোভিড মহামারি চলাকালীন ইরানে ৭০০ জনেরও বেশি মানুষ বিষাক্ত মদপান করে মারা যান। কারণ তারা ভুল করে ভেবেছিল যে, মদ করোনভাইরাস থেকে রক্ষা করবে। সে সময় আরও কয়েক ডজন মানুষ মদপানে অন্ধ হয়ে যায়।
আরএ/