পদত্যাগ করবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী!
চলমান অর্থনৈতিক সংকট ও গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে পারেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। জানা গেছে দেশটির প্রেসিডেন্ট ও মাহিন্দা রাজাপক্ষের ভাই গোতাবায়া রাজাপক্ষের অনুরোধেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম কলম্বো পেজ-এর এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই। অব্যাহত বিক্ষোভের মধ্যে পরিস্থিতি সামলাতে শুক্রবার রাতে দ্বিতীয় দফার জরুরি অবস্থা জারি করা হয়েছে শ্রীলঙ্কায়। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সম্ভাব্য পদত্যাগের কথা এলো।
কলম্বো পেজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ভবনে গোতাবায়া রাজাপক্ষের নেতৃত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠক হয়েছে। প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধানমন্ত্রীর পদ থেকে ছোট ভাই মাহিন্দা রাজাপক্ষকে সরে যেতে অনুরোধ করেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। তার অনুরোধে ইতিবাচক সাড়া দেন মাহিন্দা রাজাপক্ষে।
মাহিন্দা রাজাপক্ষে বলেছিলেন, যদি তার পদত্যাগই শ্রীলঙ্কার অব্যাহত আর্থিক সংকটের একমাত্র সমাধান হয়ে থাকে, তাহলে তিনি তা করতে রাজি আছেন।
যদি মাহিন্দা রাজাপক্ষে সত্যিই পদত্যাগ করেন তাহলে মন্ত্রিসভাও ভেঙে যাবে। কয়েকটি রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে আগামী সোমবার একটি বিশেষ বিবৃতিতে তার পদত্যাগের ঘোষণা দেবেন। তার ওই ঘোষণার পরের সপ্তাহে মন্ত্রিসভার রদবদল করা হবে।
এদিকে শ্রীলঙ্কাজুড়ে চলমান বিক্ষোভ দমাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাঁচ সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারে মতো শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হলো। দেশব্যাপী ধর্মঘট ও ব্যাপক বিক্ষোভের মধ্যে গত শুক্রবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এ জরুরি অবস্থা জারি করেন। নজিরবিহীন অর্থনৈতিক সংকটের জন্য দায়ী করে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশটিতে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ চলছে।