চীনের মধ্যাঞ্চলে ভবনধস, নিহত ২
চীনের মধ্যাঞ্চলের হুনান প্রদেশের একটি বাণিজ্যিক ভবন ধসে পড়ে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ভবন ধসে উদ্ধার অভিযানের চার দিন পর এ মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ভবনটিতে এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল–জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
মঙ্গলবার (৩ মে) সরকারি বার্তা সংস্থা সিনহুয়া স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করে।
ধসে পড়া ওই বাণিজ্যিক ভবনে অ্যাপার্টমেন্ট, একটি হোটেল ও একটি সিনেমা হল আছে। গত শুক্রবার ভবনটি ধসে পড়লে, শত শত জরুরি কর্মী উদ্ধার অভিযানে অংশ নেয়।
দেশটির ইমার্জেন্সি রেসপন্স বিশেষজ্ঞ লিয়াং বুগে বলেন, দুই ভুক্তভোগীকে ঘটনাস্থল থেকে সরানোর চেষ্টা করেছি, কিন্তু ভারী বস্তুর নিচে চাপা পড়ায় সেটি সম্ভব হয়নি।
এর আগে উদ্ধারকর্মীরা ধ্বংস্তুপ থেকে এক মহিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এটিকে একটি অলৌকিক ঘটনা বলে প্রশংসা করেছে।
ধ্বংসস্তূপে এখনো অন্তত ১৪ জনের আটকে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং এখনও নিখোঁজ ৩৯ জনের সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি।
আরএ/