রুশ তেলের ওপর ইইউ’র নিষেধাজ্ঞা: হাঙ্গেরির না, জার্মানি দ্বিধায়
রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় সমর্থন দিতে জার্মানি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির অর্থনীতি ও জলবায়ু বিষয়ক মন্ত্রী রবার্ট হ্যাবেক।
সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
জার্মানির অবস্থানের কথা জানিয়ে রবার্ট বলেন, এ ধরনের পদক্ষেপ নেওয়া আগে রুশ জ্বালানির ওপর ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোর নির্ভরতার বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিত।
ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি বিষয়ক এক বৈঠকের আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ নিয়ে কথা বলেন রবার্ট হ্যাবেক।
এদিকে রাশিয়ার তেল-গ্যাসের ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়নের বিষয়ে বিরোধিতা করছে হাঙ্গেরি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে হাঙ্গেরির এ মনোভাবের কথা জানানো হয়েছে।
রাশিয়ার জ্বালানি (তেল-গ্যাস) সরবরাহ বন্ধের বিষয়ে সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের জ্বালানিমন্ত্রীদের একটি জরুরি বৈঠক হয়।
ব্রাসেলসের ওই বৈঠকের আগে গণমাধ্যমের কাছে জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক বলেছেন, চলতি বছরের শেষের দিক থেকে রাশিয়ার তেল ছাড়াই তাদের দেশ চলতে পারবে। তবে গ্যাসের ওপর নিষেধাজ্ঞা সমর্থন করার মতো অবস্থা জার্মানির নেই।
রাশিয়া থেকে তেল আমদানির প্রসঙ্গে হ্যাবেক বলেন,রাশিয়ার জ্বালানির ওপর থেকে জার্মানির নির্ভরতা কমানোর প্রচেষ্টায় বেশ দ্রুত অগ্রগতি হয়েছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কো থেকে জ্বালানি আমদানির পরিমাণ এরই মধ্যে কমিয়ে দেওয়া হয়েছে। রাশিয়া থেকে তেল আমদানি ৩৫ থেকে ২৫ শতাংশ কমিয়েছে জার্মানি। তার দেশ বিকল্প সরবরাহকারীদের সন্ধানে কাজ করছে।
হ্যাবেক বলেছেন, রাশিয়ার ওপর জ্বালানি নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর মধ্যে বিভক্তি রয়েছে। হাঙ্গেরি তেল-গ্যাস উভয়ই নিষিদ্ধ করার বিরোধিতা স্পষ্ট করেছে। এ ছাড়া রাশিয়া থেকে গ্যাস আমদানি নিষিদ্ধ করতে প্রস্তুত নয় জার্মানিও।
এদিকে হাঙ্গেরি সরকারের মুখপাত্র জোল্টান কোভাকস বলেছেন, তাদের দেশ রাশিয়া থেকে আমদানি করা তেল ও গ্যাসের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছে। তেল-গ্যাসের ওপর কোনো নিষেধাজ্ঞার বিষয়ে হাঙ্গেরির অবস্থান পরিবর্তন হয়নি। আমরা তাদের (ইইউর সিদ্ধান্ত) সমর্থন করি না।
রাশিয়া থেকে সদস্যদেশগুলোর তেল-গ্যাস আমদানি বন্ধ করতে ষষ্ঠ দফায় নিষেধাজ্ঞা দিতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইইউ কমিশন। এ লক্ষ্যে ইইউর জ্বালানিমন্ত্রীরা চলতি সপ্তাহে বেশ কয়েকটি জরুরি বৈঠক করবে। শেষ পর্যন্ত তারা ঐক্যমতে পৌঁছাতে পারবে বলে আশা ইইউর নেতাদের। যদিও এ বিষয়ে জোটের ২৭ সদস্যদেশ একমত নয় বলে জানা গেছে বিভিন্ন মাধ্যমে।
এসএন