সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ উদযাপন
ছবি: সংগৃহীত
এক মাস রোজা রাখার পর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশেও আজ উদযাপিত হচ্ছে ঈদ। খবর আরব নিউজের।
আরব নিউজ জানায়, সোমবার সকালে শত শত মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করতে মক্কা ও মদিনায় জড়ো হন। মক্কার মসজিদুল হারামে ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেন ইমাম শেখ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ।
মদিনায় মসজিদে নববিতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স ফায়সাল বিন সালমান বিন আবদুল আজিজ এবং ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন খালিদ আল-ফায়সাল।
এদিকে সংযুক্ত আরব আমিরাতেও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। আজ সকালের দিকে মুসল্লিরা মসজিদ ও খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেন।
আজ ঈদ উদযাপিত হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হিসেবে পরিচিত কাতারেও। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সকালে আল-ওয়াজবাহ ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। এ সময় অন্যদের মধ্যে শেখ জসিম বিন হামাদ আল থানি, আমিরের ব্যক্তিগত প্রতিনিধি শেখ আবদুল্লাহ বিন খলিফা আল থানিও সেখানে ঈদের নামাজ আদায় করেন।
ইন্দোনেশিয়ার মুসলিমরাও আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। কোভিড বিধিনিষেধ উঠে যাওয়ায় দুই বছর পর এবার তারা পুরোপুরি উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-আরাবিয়া।
এদিকে ইসরায়েলি বাহিনীর সঙ্গে অব্যাহত সংঘর্ষ ও উত্তেজনার মধ্যেও ফিলিস্তিনিরা আজ ঈদ উদযাপন করছেন। তবে এখন পর্যন্ত নতুন করে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। ঈদের আগের দিন গতকাল রোববার পশ্চিম তীরের বিভিন্ন শহর থেকে ১২ ফিলিস্তিনিকে আটক করে ইসরায়েলি বাহিনী।
রমজান শেষে আরবি শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা সাপেক্ষে বিশ্বের বিভিন্ন দেশে এক দিন আগে-পরে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলিমরা। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে মঙ্গলবার (৩মে) ঈদ উদযাপিত হবে।
আরএ/