৭২ বছরের মধ্যে দিল্লিতে দ্বিতীয় উষ্ণতম মাস এপ্রিল
ভারতের রাজধানী দিল্লিতে ৭২ বছরের মধ্যে চলতি এপ্রিল মাসটি দ্বিতীয় উষ্ণতম মাস। এ মাসে দিল্লিতে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
১২ বছরে দিল্লিতে এপ্রিল মাসে রেকর্ড হওয়া সর্বোচ্চ উষ্ণতম দিন ২৮ ও ২৯ এপ্রিল। দিল্লিতে ৪৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ওই দুইদিনে।
এরইমধ্যে ভারতের আবহাওয়া দপ্তর দিল্লির বিভিন্ন জায়গায় ‘কমলা’ (তাপপ্রবাহ মারাত্মক রূপ ধারণ করতে পারে) সতর্কতা সংকেত জারি করেছে। এ প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে বিদ্যুৎসংকট মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে। মার্চ ও এপ্রিলে গরমের কারণে বেড়েছে বিদ্যুতের চাহিদাও। কিছু কিছু জায়গায় কয়লার সংকট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত করছে।
এ ছাড়া কিছু কিছু অঞ্চলে পানি সরবরাহ ব্যবস্থায়ও ব্যাঘাত ঘটছে। জুন ও জুলাইয়ে বৃষ্টি না হওয়া পর্যন্ত পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছে।
তাপপ্রবাহের কারণে কর্তৃপক্ষ বিভিন্ন এলাকার স্কুল বন্ধ ঘোষণা করেছে। আবার কিছু স্কুল পরিস্থিতি বুঝে ক্লাসের সময় কমিয়ে দিয়েছে। বিহারে সকাল ১০টা ৪৫ মিনিটের মধ্যে স্কুলের পাঠদান শেষ করতে বলা হয়েছে। জনসাধারণকে দিনের মধ্যভাগের পর বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের আবহাওয়া বিভাগ পরবর্তী পাঁচ দিনের জন্য ভারতের মধ্যাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলে কমলা সতর্কতা জারি করেছে। আগামী মাসের শুরুর দিকে তাপপ্রবাহ আরও ছড়াতে পারে। সঙ্গে তাদের বিদ্যুৎবিচ্ছিন্ন থাকার সময়টাও বাড়বে।
ভারতে এপ্রিল ও মে মাসে হালকা গ্রীষ্মকালীন বৃষ্টি হয়ে থাকে। এতে তাপমাত্রা কমে এবং বৃষ্টির পানিতে নোংরা ধূলিকণাগুলো ধুয়ে যায়।
ভারতে ২০১০ সাল থেকে অতিরিক্ত উষ্ণতার কারণে সাড়ে ছয় হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিস্থিতি জটিল হচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রায়ই তাপপ্রবাহ দেখা যাচ্ছে।
টিটি/