প্যারিসে গাড়িতে পুলিশের গুলি, নিহত ২
ফ্রান্সের রাজধানী প্যারিসের মধ্যাঞ্চলে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার সময় পুলিশের গুলিতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন।
গতকাল রবিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ দাবি করেছে, চলন্ত একটি গাড়ি তাদের দিকে ধেয়ে আসলে আত্মরক্ষার্থে তারা গুলি করলে এ হতাহতের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপি পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, ঘটনাটি ঘটেছে প্যারিসের পুঁ নফ সেতুতে।
সেতুতে গাড়িটি উল্টো পথ দিয়ে চলছিল এবং পুলিশ কর্মকর্তাদের দিকে ধেয়ে আসছিল। তখন পুলিশ গাড়িটি লক্ষ্য করে গুলি চালায়। এতে গাড়িতে থাকা দুজন মারা যান এবং তৃতীয় একজন গুলিতে আহত হয়েছেন।
এএফপির একজন সাংবাদিক বলেন, এই ঘটনার পর প্যারিসের কেন্দ্রস্থলের ওই এলাকায় বহু পুলিশ আসেন। প্যারিসের সরকারি কৌঁসুলি লহ বিকিউ আনুমানিক রাত দেড়টার দিকে ঘটনাস্থলে যান। স্বপ্রণোদিত হয়ে সরকারি কর্তৃপক্ষের দায়িত্বে থাকা ব্যক্তিদের হত্যাচেষ্টার অভিযোগ নিয়ে একটি তদন্ত শুরু করেছে পুলিশ।
গতকাল দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এমানুয়েল মাখোঁ। এদিন সন্ধ্যায় ভাগ্যনির্ধারণী চূড়ান্ত দফার ভোটের ফলাফল ঘোষণার পরই রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে বিক্ষোভ শুরু হয়। এরও কয়েক ঘণ্টা পর প্যারিসের কেন্দ্রস্থলে পুলিশের গুলিতে গাড়ির ভেতর দুজন নিহত হওয়ার এ ঘটনা ঘটে।
টিটি/