ইউক্রেন যুদ্ধে ব্রিটিশ বাহিনী, তদন্তে রাশিয়া
ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্যের বিশেষায়িত বাহিনী স্পেশাল এয়ার ফোর্স (এসএএস) অংশ নিয়েছে মন্তব্য করেছে রাশিয়া। গণমাধ্যম সূত্রে জানা এ খবরের সত্যতা তদন্ত করে দেখছে দেশটি।
রাশিয়ার সর্বোচ্চ তদন্ত সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি শনিবার (২৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এ তদন্ত সংস্থাটি জানিয়েছে, তারা গণমাধ্যমে প্রতিবেদন মারফত জানতে পেরেছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে লভিভ শহরে এসএএস সেনাদের মোতায়েন করা হয়েছে।
রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ নোভোস্তি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। রুশ নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, 'এসএএসের ২০ সদস্যকে ইউক্রেনে ওই অঞ্চলে পাঠানো হয়েছে। লভিভে বিশেষ অভিযান পরিচালনা, নজরদারি ও হামলা ঠেকানোর জন্য তারা সেখানে গিয়েছেন।'
এ প্রসঙ্গে বিবৃতিতে ইনভেস্টিগেটিভ কমিটি বলেছে, ‘নাশকতা চালানোর জন্য ইউক্রেনের বিশেষ বাহিনীকে সহায়তা করতে পাঠানো ব্রিটিশ বাহিনী’ সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে কাজ করবে তারা।
তবে রাশিয়ার এমন দাবির প্রেক্ষিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও কোনো মন্তব্য করেনি।
এর আগে চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনে সামরিক প্রশিক্ষক পাঠিয়েছিল যুক্তরাজ্য। ট্যাংক বিধ্বংসী অস্ত্রের প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদের পাঠানো হয়েছিল। তবে ইউক্রেন রুশ হামলা শুরুর আগে ১৭ ফেব্রুয়ারি ব্রিটিশ সরকার জানায়, তারা সামরিক প্রশিক্ষকদের ফিরিয়ে নিয়েছে।
টিটি/