আল-আকসায় ফের ইসরায়েলি হামলা, আহত ৩১
ছবি: এপি
পবিত্র রমজান মাসে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে আবারও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ সময় তাদের সঙ্গে সংঘর্ষে তিন সাংবাদিকসহ অন্তত ৩১ ফিলিস্তিনি আহত হয়েছেন। এ নিয়ে রমজানে তৃতীয়বারের মতো হামলা চালাল তারা।
শুক্রবার (২২ এপ্রিল) মসজিদটিতে হামলা চালায় ইসরায়েলি পুলিশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এ খবর জানিয়েছে।
আল জাজিরা জানায়, শুক্রবার সকালে পূর্ণ দাঙ্গা প্রতিরোধী পোশাকে আল-আকসা মসজিদে প্রবেশ করে ইসরায়েলি পুলিশ। এ সময় ফিলিস্তিনিরা পাথর ছুড়ে প্রতিরোধের চেষ্টা করে। পরে ইসরায়েলি পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে সাংবাদিকসহ ৩১ জন আহত হন।
ইসরায়েলি পুলিশ বলেছে, ফিলিস্তিনিদের ছোড়া পাথরের আঘাতে তাদের এক সদস্য আহত হয়েছেন।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, সহিংসতায় অন্তত ৩১ ফিলিস্তিনি আহত হয়েছেন। এদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, গত ১৮ এপ্রিল জেনিন শহরের কাছে আল-ইয়ামুন এলাকায় দখলদার বাহিনীর গুলিতে ইব্রামিক লেবেদি নামে ২০ বছরের এক তরুণ গুরুতর আহত হন। চারদিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ শুক্রবার তিনি মারা যান।
আরএ/