মহাত্মা গান্ধীর ‘অপ্রকাশিত’ বই উপহার পেলেন বরিস
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন দুই দিনের সফরে ভারতে গেছেন। সফরে সবরমতি আশ্রম পরিদর্শনে গেলে তাকে মহাত্মা গান্ধীর লেখা অপ্রকাশিত একটি বই উপহার দেওয়া হয়।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে আহমেদাবাদের বিমানবন্দরে পৌঁছান বরিস জনসন। এ সময় তাকে স্বাগত জানান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও গভর্নর আচার্য দেবব্রত।
সফরের শুরুতেই বরিস জনসন সবরমতি আশ্রম পরিদর্শন করেছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল প্রধানমন্ত্রী জনসনের সঙ্গে উপস্থিত ছিলেন।
এ সময় সবরমতি আশ্রম থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে মহাত্মা গান্ধীর লেখা ‘গাইড টু লন্ডন’, বই উপহার দেয়। উল্লেখ্য যে মহাত্মা গান্ধীর লেখা প্রথম কয়েকটি বইয়ের একটি ‘গাইড টু লন্ডন’, যা কখনো প্রকাশিত হয়নি।
বরিস জনসনের দুই দিনের এই সফরে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধির বিষয়েও আলোচনা করবে দেশ দুটি।
প্রধানমন্ত্রী জনসন আহমেদাবাদ থেকে তার সফর শুরু করেছেন। আহমেদাবাদে তিনি নেতৃস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে দেখা করবেন এবং যুক্তরাজ্য ও ভারতের সমৃদ্ধশালী বাণিজ্যিক, বাণিজ্য এবং জনগণের সংযোগ নিয়ে আলোচনা করবেন।
জনসন বেশ কয়েকটি বাণিজ্যিক চুক্তি ঘোষণা করবেন। তিনি যুক্তরাজ্য এবং ভারতের বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি অংশীদারিত্বের উপর জোর দিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।
ব্রিটিশ হাইকমিশন (বিএইচসি), এক বিবৃতিতে বলেছে, প্রধানমন্ত্রী জনসন তার ভারত সফরকে ‘বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির একটি দেশের সঙ্গে আমাদের সহযোগিতা, যুক্তরাজ্যের ব্যবসার জন্য বাণিজ্য বাধা কমানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
বিএইচসি বিবৃতিতে আরও জানায়, যুক্তরাজ্য এবং ভারত ব্যবসা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে স্বাস্থ্যের ক্ষেত্রে এক বিলিয়ন পাউন্ডের বেশি নতুন বিনিয়োগ এবং রপ্তানি চুক্তি নিশ্চিত করবে, যা সমগ্র যুক্তরাজ্যে প্রায় ১১ হাজার কর্মসংস্থান তৈরি করবে।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার (২২ এপ্রিল) দিল্লিতে পৌঁছাবেন বরিস জনসন। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
সূত্র: এনডিটিভি
আরএ/