নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
ইউক্রেইনের সঙ্গে যুদ্ধের মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া।
বুধবার (২০ এপ্রিল) এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এরপর মস্কোর শত্রুরা থেমে যাবে এবং তাদের চিন্তার খোরাক যোগাবে।
প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ‘সারমাত’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বুধবার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা বলা হয়। রাশিয়ার উত্তরপশ্চিমের প্লেসেৎস্ক কসমোড্রোম থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় এবং সেটি ফার ইস্টের কামচাৎকা উপদ্বীপে আঘাত হানে।
গত কয়েক বছর ধরেই সারমাত ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করছে রাশিয়া। তাই এটি পশ্চিমাদের জন্য আকস্মিক কোনো খবর ছিল না। কিন্তু রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের মধ্যেই এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হলো, যখন পুরো বিশ্বের ভূরাজনীতিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
টেলিভিশনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘নতুন এ ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ কৌশলগত ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পন্ন। এটি সব ধরনের আধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম।’
পুতির আরও বলেন, ‘বিশ্বে এটির সমকক্ষ আর কিছু নেই এবং দীর্ঘ সময়ে আসবেও না।’
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আমাদের সশস্ত্র বাহিনীকে যুদ্ধক্ষেত্রে আরও বলীয়ান করবে। বহির্বিশ্বের হুমকি থেকে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে। একই সঙ্গে যারা আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আমাদের দেশকে হুমকি দেওয়ার চেষ্টা করছে, তাদের জন্য চিন্তার খোরাক জোগাবে।
ইউএস কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের তথ্যানুযায়ী, সরমাত একটি নতুন ধরনের ভারী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রাশিয়া আশা করছে, তারা এ ক্ষেপণাস্ত্রের প্রতিটিতে ১০টি বা তার বেশি ওয়ারহেড মোতায়েন করতে পারবে।
এসএন