নতুন মন্ত্রিসভা গঠন করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে জোরালো বিক্ষোভ চলছে দেশজুড়ে। এর মধ্যেই তিনি নতুন মন্ত্রিসভা গঠন করলেন। বড় ভাইকে প্রধানমন্ত্রী করে ১৭ সদস্যবিশিষ্ট নতুন মন্ত্রিপরিষদ নিয়োগ দিয়েছেন তিনি। খবর বিবিসির।
অর্থনৈতিক পরিস্থিতির নাজুক অবস্থার মধ্যে সম্প্রতি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তার মন্ত্রিসভা ভেঙে দেন। পরে তিনি নতুন সরকার গঠনে সহযোগিতা করার জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান। কিন্তু বিরোধী দল তার প্রস্তাব ফিরিয়ে দেয়। এ অবস্থায় বড় ভাই মাহিন্দা রাজাপক্ষকে ফের প্রধানমন্ত্রী করে বিভিন্ন পদে দলের কয়েকজন সদস্যকে পুনর্নিয়োগ দিয়েছেন তিনি।
এপ্রিলের শুরু থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। রাজাপক্ষে জনগণের আস্থা হারিয়েছেন বলে বিরোধী দলগুলো দাবি তুলে। তবে এ দাবি নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট। এবার নতুন মন্ত্রিপরিষদ নিয়োগ দিয়ে রাজাপক্ষে ইঙ্গিত দিলেন কারো কাছেই তিনি নতি স্বীকার করবেন না।
এর আগে বিক্ষোভ ঠেকাতে রাজাপক্ষে কঠোর এক জরুরি আইন কার্যকর করেন। কারফিউও জারি করেন তিনি। নিষিদ্ধ করা হয় সামাজিক যোগাযোগমাধ্যম। তবে তা উপেক্ষা করে বিক্ষোভ অব্যাহত থাকার একপর্যায়ে এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। প্রেসিডেন্ট এবং তার ভাই মাহিন্দ রাজাপক্ষে বিক্ষোভকারীদের শান্ত করতে জাতির উদ্দেশে ভাষণ দেন। তবে প্রেসিডেন্টের পদত্যাগের দাবি ক্রমাগত জোরালো হতে থাকে।
তীব্র অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার অভাবে ওষুধ, খাদ্য, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারছে না। অন্যদিকে রয়েছে বিপুল অঙ্কের বৈদেশিক ঋণ। এ অবস্থার জন্য ক্ষমতাসীন রাজাপক্ষে সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনা ও পরিবারতন্ত্রকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কাগজের অভাবে বন্ধ রাখতে হয়েছে শিক্ষার্থীদের পরীক্ষা। হাসপাতালে ওষুধ না থাকায় রাজপথে বিক্ষোভে নেমেছেন চিকিৎসকরা। সার না থাকায় জমি চাষ করতে পারছেন না কৃষকেরা। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া এবং আয় না থাকায় পর্যাপ্ত খাবার যোগাড় করতে ব্যর্থ হচ্ছেন কর্মজীবী পরিবারগুলো।
১৯৪৮ সালে ব্রিটিশদের খাছ থেকে স্বাধীনতা লাভের পর অর্থনৈতিকভাবে কখনো মুখ থুবড়ে পড়েনি দক্ষিণ এশিয়ার এ দ্বীপরাষ্ট্র। শ্রীলঙ্কার এ অবস্থার জন্য প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে সরকারের অযোগ্যতা আর দুর্নীতিকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।
এক দশকেরও বেশি সময় ধরে শ্রীলঙ্কাকে শাসন করছে রাজাপক্ষে পরিবার। উন্নয়নের স্বপ্ন দেখিয়ে বিদেশ থেকে বিপুল পরিমাণ ঋণ নেন তারা। লঙ্কাবাসীর ঘাড়ে ৫১ বিলিয়ন ডলার ঋণের বোঝা চাপলেও উন্নয়নের ফসল ঘরে তুলেতে পারেনি।
এর মধ্যে করোনা মহামারিতে ধস নামে আয়ের অন্যতম প্রধান উৎস পর্যটন খাতে। কমে যায় রেমিট্যান্স ও রফতানি আয়ও। ক্রেডিট রেটিংয়ের অবনতি হওয়ায় বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিতে থাকে। কমতে থাকে এফডিআই। অপরদিকে যোগ হয় আগের নেওয়া ঋণের কিস্তি। ঋণ পরিশোধ করতে গিয়ে শূন্য হয়ে পড়ে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার। ২০১৮ সালের সাত বিলিয়ন ডলারের রিজার্ভ ঠেকেছে ২ বিলিয়ন ডলারে। অথচ এ বছরের মধ্যেই শোধ করতে হবে ৪ বিলিয়ন ডলার ঋণের কিস্তি।
এ পরিস্থিতিতে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সরকারবিরোধী আন্দোলন। তবে বিক্ষোভে উত্তাল হলেও ক্ষমতা ছাড়তে নারাজ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।
আরএ/