পরিবারতন্ত্রে পাকিস্তান
বাবা প্রধানমন্ত্রী, ছেলে মুখ্যমন্ত্রী
পাকিস্তানে ইমরান খানের ক্ষমতা থেকে সরে যাওয়ার আগে থেকেই মনে করা হচ্ছিল–বাবা শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী হওয়া যেমন সময়ের ব্যাপার, তেমনি ছেলে হামজা শাহবাজের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়াটাও। গতকাল শনিবার (১৬ এপ্রিল) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ পেল নতুন মুখ্যমন্ত্রী, শুরু হলো পাকিস্তানে বাবা-ছেলে শাসনের নতুন যুগ।
অনাস্থা ভোটে ইমরান খানের বিদায়ের পর পাকিস্তানের তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ গত ১১ এপ্রিল ৩৪২ আসনের জাতীয় পরিষদে ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এরপর ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
এর পাঁচ দিন পর শনিবার (১৬ এপ্রিল) পাঞ্জাব প্রাদেশিক পার্লামেন্টে সকাল সাড়ে ১১টায় অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও তীব্র বাগবিতণ্ডা ও হাতাহাতির কারণে বিকাল ৫টার পর অধিবেশন শুরু হয়।
অধিবেশনে পিএমএল-কিউ নেতা চৌধুরী পারভেজ এলাহিকে ভোটে হারিয়ে পিএমএল-এনের হামজা শাহবাজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।
হামজা শাহবাজ ১৯৭ ভোট পেয়ে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তবে পিএমএল-কিউ ও পিটিআই নির্বাচন বয়কট করায় তার প্রতিদ্বন্দ্বী পারভেজ এলাহি কোনো ভোট পাননি।
এর আগে হামজার চাচা নওয়াজ শরিফ ও বাবা শাহাবাজ শরিফও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। এবার পরিবারের তৃতীয় সদস্য হিসেবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন তিনি।
এসএ/