অর্থনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে জরুরি বৈঠক করলেন শাহবাজ
প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার একদিন পর আজ মঙ্গলবার (১২ এপ্রিল) অর্থনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি তাদের সঙ্গে দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর সোমবার (১১ এপ্রিল) পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন শাহবাজ শরিফ। দায়িত্ব গ্রহণের পর দেশের অর্থনীতিবিদদের উপস্থিতিতে একটি বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। সেখানে তিনি দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে তিনি দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে আর্থিক প্রস্তাব প্রণয়নের জন্য নির্দেশ দেন। কৃষি, বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে স্টেক হোল্ডারদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে প্রস্তাবগুলো তৈরি করা হবে বলেও জানান পাক প্রধানমন্ত্রী।
অর্থনৈতিক বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া অর্থনীতিবিদদের সমন্বয়ে একটি জাতীয় অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত নিয়েছেন শাহবাজ শরিফ।
চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় মধ্যম ও দীর্ঘমেয়াদী আর্থিক প্রণয়নের পাশাপাশি মুদ্রাস্ফীতি কাটিয়ে উঠতে ব্যাপক নীতি বিকল্প উপস্থাপনের ওপর জোর দেন পাক প্রধানমন্ত্রী।
পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের মূল্য কমানোর নির্দেশ দিয়েছেন শাহবাজ শরিফ। এছাড়াও তিনি জাতীয় ও জনস্বার্থের মধ্যে ভারসাম্য রক্ষার উপর জোর দেন। এ সময় দেশটির অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব, বাজেট ঘাটতি এবং ঋণ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন অর্থ সচিব।
আরএ/