ক্ষমতাচ্যুত ইমরানের সমর্থনে প্রাক্তন শ্যালকের টুইট
ইমরান খান পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পদচ্যুত হন। এর কয়েক ঘণ্টা পর, ব্রিটিশ ফরেন অফিস মিনিস্টার জ্যাক গোল্ডস্মিথ টুইটারে তার সমর্থন জানিয়েছেন। জ্যাক গোল্ডস্মিথ জেমিমা গোল্ডস্মিথের ভাই, যিনি ইমরান খানের সঙ্গে ১৯৯৫ থেকে ২০০৪ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন।
প্রাক্তন শ্যালক ইমরানের সমর্থনে টুইটের পর ব্রিটিশ সরকার জ্যাক গোল্ডস্মিথের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের বরাতে এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বরিস জনসন জ্যাক গোল্ডস্মিথের কড়া সমালোচনা করেছেন। ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের সম্পর্ক। ব্রিটিশ সরকার পাকিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। আমরা সেখানকার ঘটনাপ্রবাহ সম্পর্কে ওয়াকিবহাল।’
এর আগে রবিবার (১০ এপ্রিল) জ্যাক গোল্ডস্মিথ টুইট করেছেন, ‘ইমরান খান একজন ভালো এবং সম্মানিত মানুষ। যিনি তার দেশের মঙ্গলের দৃঢ় ইচ্ছায় অনুপ্রাণিত। ইমরান খানের রেকর্ড ব্যতিক্রমী, বিশেষ করে পরিবেশগত সমস্যাগুলোর ক্ষেত্রে। আমাদের সময়ের সবচেয়ে বড় ইস্যুতে, ইমরানের নেতৃত্বে পাকিস্তান এখন পরিবেশ পুনরুদ্ধারের ক্ষেত্রে বিশ্বনেতা।’
তবে ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ প্রকাশ্যে তেমন কোনো বিবৃতি দেননি।
শনিবার (৯ এপ্রিল) গভীর রাতে প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। পার্লামেন্টে ১৭৪ সদস্য ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট দেওয়ায় ক্ষমতাচ্যুত হন ইমরান।
১৯৯৫ সালে জেমিমা গোল্ডস্মিথ ইমরান খানকে বিয়ে করেন। এই দম্পতির দুই ছেলে। ২০০৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিবাহবিচ্ছেদের পর জেমিমা লন্ডনে ফিরে আসেন। তবে গোল্ডস্মিথ পরিবারের সঙ্গে ইমরানের সম্পর্কে কখনোই ছেদ পড়েনি। জ্যাক গোল্ডস্মিথের টুইট বার্তায় তা আবারও প্রমাণিত হলো।
এসএ/