পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন বিলাওয়াল
পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে সোমবার (১১ এপ্রিল) শপথ নিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ। এর আগে থেকেই জল্পনা-কল্পনা শুরু হয়–কেমন হবে শাহবাজের নতুন মন্ত্রিসভা। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, জোর গুঞ্জন চলছে–পিপিপি প্রেসিডেন্ট বিলাওয়াল ভুট্টো জারদারি হতে যাচ্ছেন পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী।
পাকিস্তানে ক্ষমতার বিচারে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের পরই আছেন পররাষ্ট্রমন্ত্রী। বিলাওয়াল ভুট্টো নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন হবে মনে করা হচ্ছে। সদ্যবিদায়ী ইমরান খান সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে সবচেয়ে সোচ্চার ছিলেন তিনি। তবে ৩৩ বছর বয়সী বিলাওয়াল ভুট্টো এ প্রসঙ্গে বলেন, মন্ত্রিত্বের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে তার দল। তিনি বলেন, ‘ইমরানের দল পিটিআই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা কমিটিকে (এনএসসি) বিতর্কিত করেছে।’
শাহবাজের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পেছনে ইমরানবিরোধী পুরো রাজনৈতিক জোটেরই অবদান আছে। সে কারণে এসব দলের নেতাদেরই উপস্থিতি থাকবে মন্ত্রিসভায়, এটাই স্বাভাবিক। এর ব্যতিক্রম হবে না বলেই জানানো হচ্ছে সংবাদমাধ্যমে।
পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, খুব শিগগিরই মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সবচেয়ে বড় দল হিসেবে শাহবাজের দল পিএমএলের (এন) ১২ নেতা মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। এ ছাড়া দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপির সাতজন নেতা মন্ত্রিসভায় জায়গা পাবেন।
এর বাইরে জেইউআই-এফের চারজন, এমকিউএম-পির দুজন এবং এএনপি, জামহুরি ওয়াতান পার্টি ও বেলুচিস্তান আওয়ামী পার্টির একজন করে নেতা নতুন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন।
এসএ/