চীনকে ‘চিরদিনের বন্ধু’ বললেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই চীনের সঙ্গে সম্পর্ক মজবুত করার কথা বলেছেন শাহবাজ শরিফ। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সমতার ভিত্তিতে সম্পর্ক রাখার কথাও বলেছেন তিনি। ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে কাশ্মীর ইস্যুকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিতও তিনি দিয়েছেন।
পাকিস্তানের তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ সোমবার (১১ এপ্রিল) ৩৪২ আসনের জাতীয় পরিষদে ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এরপর ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
এর আগে পার্লামেন্টে দেওয়া ভাষণে শাহবাজ নিজের নতুন সরকারের পররাষ্ট্রনীতির আভাস দিয়েছেন। সেখানে তিনি চীনকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি স্পষ্ট করেছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকার সময় ‘চীনের প্রিয়পাত্র’ হিসেবে পরিচিত ছিলেন শাহবাজ।
এবার চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) স্থাপন প্রকল্প আরও দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘পাকিস্তানের বিশ্বস্ত, নির্ভরযোগ্য বন্ধু চীন। চীন সবসময়ই আমাদের বন্ধু ছিল, চিরদিন থাকবে। কেউ চীনের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্বে চিড় ধরাতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক পরিচালিত হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অস্থির হয়ে উঠেছে; কিন্তু আমাদের সম্পর্ক নষ্ট করার তো কোনো অর্থ নেই।’
এসএ/