‘চোরদের সঙ্গে বসব না’ জানিয়ে ইমরানের পদত্যাগ
ফাইল ফটো
অনাস্থা ভোটে সদ্য প্রধানমন্ত্রিত্ব হারানো পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান জাতীয় পরিষদের সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি বলেন, পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে তিনি চোরদের (নতুন প্রধানমন্ত্রী শাহবাজ এবং তার সহযোগীরা) সঙ্গে বসতে পারবেন না।
সোমবার (১১ এপ্রিল) বিকালে পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশনে দেশের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর নেতা শাহবাজ নির্বাচিত হন। শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হওয়ার পরেই পাকিস্তান জাতীয় পরিষদের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন ইমরান খান।
সোমবার বিকালে ইমরান ভিডিও বক্তৃতায় বলেন, যে ব্যক্তির বিরুদ্ধে ১,৬০০ কোটি এবং ৮০০ কোটি (পাকিস্তানি) দুর্নীতির মামলা ঝুলছে, তাকেই প্রধানমন্ত্রী নির্বাচিত করা হল। দেশের কাছে এর চেয়ে বড় অপমান হতে পারে না।
ইমরান তার বক্তৃতায় জানান, পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশনে তিনি চোরদের (নতুন প্রধানমন্ত্রী শাহবাজ এবং তার সহযোগীরা) সঙ্গে বসতে পারবেন না। তাই সদস্য পদ ছাড়ছেন। ইমরানকে অনুসরণ করে তার দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই)-এর অন্য সদস্যরাও পদত্যাগ করতে পারেন বলে ইঙ্গিত মিলেছে। পিটিআই-এর টুইটারেও ইমরানের ইস্তফাপত্র প্রকাশ করা হয়েছে।
সোমবার বিকালে পাকিস্তানের জাতীয় পরিষদ দেশের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর নেতা শাহবাজকে বেছে নেয়। ৩৪২ আসনের পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে শাহবাজের পক্ষে পড়ে ১৭৪টি ভোট। তবে পিটিআই সদস্যরা ভোটাভুটিতে অংশ না নিয়ে সভা থেকে ওয়াকআউট করেন।
৭০ বছরের শাহবাজ তিন বার পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। তার ভাই নওয়াজ শরিফ দেশ ছাড়ার পরে পাকিস্তান মুসলিম লিগের প্রেসিডেন্টের আসনে বসেন তিনি। ২০১৮ সালের ১৩ আগস্ট তিনি জাতীয় পরিষদের (পার্লামেন্ট) সদস্য হন। নির্বাচিত হন বিরোধী দলনেতা।
মুখ্যমন্ত্রী থাকাকালীন শাহবাজের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে। একাধিক বিয়ে এবং লন্ডন ও দুবাইয়ে তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানার জন্যেও তিনি সমালোচিত।
দীর্ঘ টানাপড়েনের পর শনিবার মধ্যরাতে পাকিস্তানের মসনদ থেকে অপসারিত হন ইমরান। তার গদিচ্যুত করার পক্ষে ভোট দেন পার্লামেন্টের ১৭৪ সদস্য। ভোটাভুটির সময় পার্লামেন্টে উপস্থিত ছিলেন না ইমরান। ক্ষমতাচ্যুত হওয়ার পর সেদিন মধ্যরাতেই প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে বেরিয়ে যান ইমরান।
আরএ/