অবরুদ্ধ মারিউপোলে ১০ হাজার মানুষ নিহত হয়েছে: জেলেনস্কি
ছবি: রয়টার্স
ইউক্রেনের অবরুদ্ধ শহর মারিউপোলে রাশিয়ার সামরিক আগ্রাসনে ১০ হাজার নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতাদের সঙ্গে ভার্চ্যুয়ালি আলাপকালে এ কথা বলেন তিনি। এ সময় ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তার জন্য এশিয়ান দেশগুলোর প্রতি আহ্বান জানান জেলেনস্কি।
জেলেনস্কি ভিডিও বার্তায় দক্ষিণ-পূর্ব এই শহরটিতে রাশিয়ান সেনাদের আগ্রাসন তুলে ধরেন। এছাড়াও বেশ কয়েক সপ্তাহ ধরে সেখানে বসবাসরত ইউক্রেনীয়দের পানি, খাবার ছাড়া মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরেন।
জেলেনস্কি বলেন, মারিউপোল ধ্বংস হয়ে গেছে। সেখানে প্রায় ১০ হাজার মানুষ মারা গেছেন। কিন্তু এ সত্ত্বেও রাশিয়া তাদের আক্রমণাত্মক মনোভাব থেকে সরে আসছে না।
জেলেনস্কির এ দাবি সঠিক হলে এটাই হবে ইউক্রেনের একটি জায়গায় সবচেয়ে বেশি মৃত্যুর খবর। সেখানে শহর ও গ্রামগুলোর বেসামরিক নাগরিকরা গোলাবর্ষণের শিকার হয়েছেন এবং তাদের মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।
জেলেনস্কি বলেন, আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান, ট্যাংক, সাঁজোয়া যান, আর্টিলারি সিস্টেম এবং গোলাবারুদ প্রয়োজন। এগুলো আমাদের জন্য অনেক অপরিহার্য হবে। আপনার এটা থাকতে হবে। এগুলো সাহায্যের জন্য খুবই প্রয়োজন।
এদিকে সোমবার রাশিয়া সমর্থিত স্বঘোষিত ডোনেস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন রাশিয়ার আরআইএ বার্তা সংস্থাকে বলেছেন, মারিউপোলে ৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে এজন্য তিনি ইউক্রেনীয় সেনাদের দায়ী করেছেন।
বেশ কয়েকবার এ শহর থেকে মানুষদের সরিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টার পরও সেখানে প্রায় কয়েক হাজার মানুষ রয়েছেন।
তবে রাশিয়া সেখানকার বেসামরিক নাগরিকদের ইউক্রেনীয় সেনাদের সঙ্গে চলে যেতে দিচ্ছে না। কিন্তু তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে মস্কো কোনো মন্তব্য করেনি। বেসামরিক নাগরিকদের উচ্ছেদের পেছনে তারা ইউক্রেনকেই দায়ী করছে।
আরএ/