প্রধানমন্ত্রিত্ব হারানো ইমরান পার্লামেন্টে
ফাইল ফটো
অনাস্থা ভোটে সদ্য প্রধানমন্ত্রিত্ব হারানো পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান পার্লামেন্টে গেছেন।
সোমবার (১১ এপ্রিল) জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দেন তিনি। এই অধিবেশনে দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কথা রয়েছে। খবর জিয়ো নিউজের।
ইমরান খান পার্লামেন্টে পৌঁছালে তার সমর্থনে স্লোগান দিতে থাকেন দলীয় আইনপ্রণেতারা। এ সময় গতকাল রোববার রাতে ব্যাপক বিক্ষোভের মাধ্যমে পিটিআইয়ের শক্তি প্রদর্শনের বিষয়ে জানতে চাইলে ইমরান খান বলেন, ‘সম্মান দেওয়ার মালিক আল্লাহ।’
ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে তার ডাকে সাড়া দিয়ে রোববার রাতে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন হাজারো পিটিআই সমর্থক। ইমরানের দাবি, তাকে ক্ষমতাচ্যুত করতে জাতীয় পরিষদে আনা অনাস্থা প্রস্তাব বিদেশি ষড়যন্ত্রের অংশ।
পিটিআইয়ের সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করবেন ইমরান খান। এতে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটিতে দলের কৌশল চূড়ান্ত করা হবে। পিটিআই থেকে শাহ মাহমুদ কোরেশি প্রধানমন্ত্রী প্রার্থী হয়েছেন। এ ছাড়া জাতীয় পরিষদ থেকে দলীয় আইনপ্রণেতাদের গণপদত্যাগের বিষয়েও সভায় সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। এ নিয়ে দলে বিভক্তি তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রিত্ব হারানোর পর সংসদীয় দলের এটাই প্রথম সভা। অনেককে বিস্মিত করে দিয়ে এ দিন দলীয় আইনপ্রণেতাদের অনেকের আগেই পার্লামেন্টে পৌঁছান ইমরান খান।
দীর্ঘ টানাপড়েনের পর শনিবার মধ্যরাতে পাকিস্তানের মসনদ থেকে অপসারিত হন ইমরান। তার গদিচ্যুত করার পক্ষে ভোট দেন পার্লামেন্টের ১৭৪ সদস্য। ভোটাভুটির সময় পার্লামেন্টে উপস্থিত ছিলেন না ইমরান। ক্ষমতাচ্যুত হওয়ার পর সেদিন মধ্যরাতেই প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে বেরিয়ে যান ইমরান।
আরএ/