ইমরানের শাসনামলে গণতন্ত্র ধ্বংস হয়েছে: বিলাওয়াল ভুট্টো
ইমরানের শাসনামলে পাকিস্তানের গণতন্ত্র ধ্বংস হয়েছে বলে উল্লেখ করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।
পাকিস্তানের ইতিহাসে এখন পর্যন্ত কোনো ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী পূর্ণ মেয়াদ পার করতে পারেননি। ইমরান খানও এর বাইরে নন। শনিবার (৯ এপ্রিল) মধ্যরাতে অনাস্থা ভোটে বিদায় নেওয়ার পর পাকিস্তানে ক্ষমতার পালাবদল নিশ্চিত হয়েছে।
ইমরান ক্ষমতাচ্যুত হওয়ার পর সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের বর্তমান পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, ‘ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রায় চার বছরের শাসনামলে পাকিস্তানের গণতন্ত্র ধ্বংস হয়েছে। ইমরানের পরামর্শে প্রেসিডেন্টের পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরও সুপ্রিম কোর্টের রায়ে তা পুনর্বহালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের রায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে বিতর্ক থেকে মুক্তি দেওয়ার প্রথম পদক্ষেপ।’
ইমরান খানের জোট থেকে বিরোধী জোটে যোগ দেওয়ার পর অনাস্থা ভোটে সমর্থন দেওয়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের (এমকিউএম-পি) সঙ্গে হওয়া চুক্তি নিয়ে বিলাওয়াল বলেন, ‘ওই চুক্তি শুধু এমকিউএম-পির দাবি মেনে হয়নি, সেখানে আমার ইচ্ছারও প্রতিফলন হয়েছে।’
ওই সাক্ষাৎকারে শেহবাজ শরিফের দলে পিএমএল-এন এর সঙ্গে জোট বাঁধা নিয়ে বিলাওয়াল স্বীকার করেন যে, দুই দলের মধ্যে রাজনৈতিক ও মতাদর্শগত পার্থক্য থাকলেও ভবিষ্যতেও তারা এভাবেই একই সঙ্গে থাকবে।
এদিকে, ইমরান খানকে সরাতে গঠিত বিরোধীদের জোটের প্রধান শরিক পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) শেহবাজ শরিফ দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য জাতীয় পরিষদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (১১ এপ্রিল) নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে জাতীয় পরিষদে ভোটাভুটি হবে। তিনিই প্রধানমন্ত্রী হচ্ছেন বলেই ধারণা করা হচ্ছে।
পাকিস্তানে ক্ষমতার বিচারে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের পরই আছেন পররাষ্ট্রমন্ত্রী। আর এ পদটির জন্য বিলাওয়ালকে বিবেচনা করা হচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, ইমরান খান সরকারের পররাষ্ট্রনীতি ভুল ছিল বলে শুরু থেকেই সমালোচনা করে আসছিল বিরোধী জোট। ফলে কে হচ্ছেন নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী, এ নিয়ে ইতিমধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে।
বিলাওয়াল ভুট্টো নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন হবে মনে করা হচ্ছে। তবে ৩৩ বছর বয়সী বিলাওয়াল ভুট্টো এ প্রসঙ্গে বলেন, ‘মন্ত্রিত্বের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে তাঁর দল। তিনি বলেন, ইমরানের দল পিটিআই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা কমিটিকে (এনএসসি) বিতর্কিত করেছে।’
এসএ/