আমরা প্রতিশোধ নেব না: সংসদে শাহবাজ শরিফ
প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানের ক্ষমতাচ্যুতির পর তার দল পিটিআই এর ওপর প্রতিশোধ পরায়ন হবেন না বলে জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এর সভাপতি শেহবাজ শরিফ। শনিবার (৯ এপ্রিল) মধ্যরাতে অনাস্থা ভোটে হেরে ইমরানের পদচ্যুতির পর পার্লামেন্টে দাঁড়িয়ে শেহবাজ এসব কথা বলেন।
শাহবাজ শরিফ বলেন, ‘তাদের ত্যাগের জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। সংবিধান ও আইনের ভিত্তিতে পাকিস্তান নিজ অস্তিত্বে ফিরে আসবে। আমাদের জোট দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে বলে আশা করছি। ইমরানের সময় পাকিস্তানে প্রথমবারের মতো দেশের কন্যা ও বোনদের কারাগারে পাঠানো হয়েছে। সময় হলে আমরা বিস্তারিত কথা বলব।’
তিনি আরও বলেন, ‘আমরা জাতির ক্ষত সারাতে চাই। আমরা কখনও নিরপরাধ লোকদের জেলে পাঠাব না এবং প্রতিশোধও নেব না; কিন্তু আইন আইনের পথে হাঁটবে এবং ন্যায়বিচার হবে। পাকিস্তানে নতুন ভোর আসতে চলেছে।’
ঐতিহাসিক অধিবেশনে সভাপতিত্ব করার জন্য সাদিককে ধন্যবাদ জানিয়ে পিএমএল নেতা বলেন, ‘আমি বিলাওয়াল বা মাওলানা ফজলুর রহমান বিষয়ে হস্তক্ষেপ করব না। আইন বহাল থাকবে এবং আমরা বিচার বিভাগকে সম্মান করব।’
তিনি আরও বলেন, ‘কোটি কোটি পাকিস্তানিদের প্রার্থনা সর্বশক্তিমান শুনেছেন। ঐক্যবদ্ধ বিরোধী দলের সব সদস্য আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছে।’
ইমরানের পর দেশটির প্রধানমন্ত্রী হওয়ায় দৌড়ে এগিয়ে আছেন বিরোধী দলীয় নেতা শেহবাজ শরিফ। তিনি পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী পদে জাতীয় পরিষদে বিরোধীদলীয় জোটের প্রার্থী।
এদিকে ইমরান খানের পদত্যাগের পর ইনস্টিটিউট অফ হিস্টোরিকাল অ্যান্ড সোশাল রিসার্চের পরিচালক অধ্যাপক জাফর আহমেদ বলেন, আসন্ন সরকারকে দেশীয় ও বিদেশী সম্পর্কে একাধিক চ্যালেঞ্জ নিতে হবে। দুর্বল অর্থনীতি, ক্রমবর্ধমান জঙ্গীবাদ, বিদেশি মিত্রদের সাথে নড়বড়ে সম্পর্ক পরবর্তী প্রশাসনের জন্য হবে বড় চ্যলেঞ্জ।
শেহবাজের পর ভাষণে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো বলেন, আমি পুরো জাতি ও এ সংসদকে ধন্যবাদ জানাতে চাই। এ পর্যন্ত কোনো অনাস্থা ভোট সফল হয়নি। এবারই হলো। আজ ২০২২ সালের ১০ এপ্রিল। আমরা আপনাদের পুরনো পাকিস্তানে স্বাগত জানাই ।
পাকিস্তান তরুণদের উদ্দেশে বিলাওয়াল বলেন, তাদের উদ্দেশে আমার একটি বার্তা রয়েছে। কোনো কিছুই অসম্ভব নয়। তাদের স্বপ্ন ছেড়ে দেওয়া উচিত নয়। গণতন্ত্র সর্বোৎকৃষ্ট প্রতিশোধ।
শনিবার রাতে অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের সাত দশকের কোনো প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ পূর্ণ করতে না পারার ইতিহাসের অংশ হলেন ইমরান খান।
পার্লামেন্টে জাতীয় পরিষদে ১৭৪ জন সদস্য তার বিরুদ্ধে অনাস্থা ভোট দিয়েছেন বলে জানিয়েছে জিও নিউজ। ভোট শেষে ফল ঘোষণা করেন নতুন স্পিকারের দায়িত্ব নেওয়া সরদার আয়াজ সাদিক।
সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে দেশটির সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে শনিবার সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হয়। দিনভর চলে নাটকীয়তা। কয়েক দফায় অধিবেশন স্থগিত করা হয়।
প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার বিদেশি ষড়যন্ত্রের অংশ হতে পারবেন না জানিয়ে রাতে পদত্যাগ করেন পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার। পরে দায়িত্ব নেন আয়াজ সাদিক। এরপর ভোট অনুষ্ঠিত হয়।
কেএফ/এসএ/