মধ্যরাতে ইমরানের ভাগ্য নির্ধারণ!
পাকিস্তানের সংসদ অধিবেশন কয়েক দফা মুলতবির পর শুরু হয়ে ফের মুলতবি হয়েছে। ফলে ইমরান খানের ভাগ্যে কি হচ্ছে তা জানা যেতে পারে আজ মধ্যরাতে। অধিবেশনে শুরু হলে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হতে পারে। খবর জিও নিউজের।
ডনের খবরে জানা যায়, শনিবার (৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময়ে পার্লামেন্টের অধিবেশন শুরু হয়। পার্লামেন্টের কার্যতালিকার চার নম্বরে রয়েছে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট।
গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, এশার নামাজের জন্য পাকিস্তানের স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি দিয়েছেন স্পিকার।
ইফতার ও মাগরিবের নামাজের জন্য এর আগে বিরতি দিয়েছিলেন স্পিকার। ইফতারের পর অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এশার নামাজের বিরতি দেওয়ার ঘোষণা দেন স্পিকার। এর ফলে ইমরানের ওপর অনাস্থা ভোটের সময় আরেকটু পিছিয়ে গেল।
এদিকে ক্ষমতা ধরে রাখতে সব চেষ্টাই করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, স্থানীয় সময় সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে (বাংলাদেশ সময় বেলা ১১টা থেকে সাড়ে ১১টা) পার্লামেন্টে অনাস্থা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তা দেখা যায়নি। বরং বিভিন্ন অজুহাতে অধিবেশন বারবার পেছান হচ্ছে।
আরএ/