গ্যাসে ভরা নতুন গ্রহের জন্ম হচ্ছে
সূর্যের চারপাশে পৃথিবীসহ আটটি গ্রহ ঘুরছে। বিজ্ঞানীরা এবি অরাইজি নামে একটি নক্ষত্রের চারপাশে ঘুরছে এমন একটি গ্রহের জন্ম হচ্ছে বলে প্রমাণ পেয়েছেন।
হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে ভরা এই গ্রহটির নাম এবি অরাইজি বি।
সৌরজগতে গ্যাসে ভরা দুটি গ্রহ রয়েছে-বৃহস্পতি ও শনি। আর পৃথিবী ও মঙ্গলগ্রহ পাথুরে গ্রহ হিসেবে পরিচিত।
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরির কাছে স্থাপিত সুবারু টেলিস্কোপ ও অর্বিট করতে থাকা হাবল স্পেস টেলিস্কোপ দিয়ে এই গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।
তবে এই গ্রহ এখনও জন্মের একেবারে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ ‘গর্ভে' আছে বলে রয়টার্সকে জানিয়েছেন সুবারু টেলিস্কোপের অ্যাস্ট্রোফিজিসিস্ট থেইন কুরি। তিনি নাসার এইমস রিসার্চ সেন্টারেও কাজ করেন। নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে নতুন গ্রহের সন্ধান নিয়ে প্রকাশিত প্রবন্ধের প্রধান লেখক হচ্ছেন থেইন কুরি।
১৯৭৭ সালের ২০ আগস্ট ভয়েজার ২ মহাকাশযানকে মহাকাশে পাঠায় নাসা। সেটির যাত্রা এখনো চলছে৷ সেবছরেরই পাঁচ সেপ্টেম্বর ভয়েজার ১ একইভাবে মহাকাশে যাত্রা করে। এই দুই মহাকাশযানের প্রাথমিক লক্ষ্য ছিল বৃহস্পতি এবং শনিগ্রহণ সম্পর্কে যতটা সম্ভব্য তথ্য সংগ্রহ করা। তাদের যাত্রার শুরুর সময় অবধি গ্রহ দু’টো সম্পর্কে তেমন একটা জানা যায়নি। মহাকাশযান দু’টোতে দীর্ঘমেয়াদে ব্যবহার উপযোগী প্লুটোনিয়াম ব্যাটারি রয়েছে।
২০২১ সালে মুক্তি পাওয়া নেটফ্লিক্স মুভি ‘ডোন্ট লুক আপ'-এ এবি অরাইজি নক্ষত্রের ছবি দেখানো হয়েছিল। সে কারণে অনেকের কাছে এটি কিছুটা পরিচিত। পৃথিবী থেকে এই নক্ষত্রের দূরত্ব সাড়ে নয় ট্রিলিয়ন কিলোমিটার।
সৌরজগতের বাইরে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার গ্রহ আবিষ্কৃত হয়েছে৷এগুলোর মধ্যে এবি অরাইজি বি সবচেয়ে বড়। এখনই এই গ্রহের ভর বৃহস্পতির চেয়ে নয়গুন বেশি বলে মহাকাশবিদরা জানাচ্ছেন। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, যেটার ভর পৃথিবীর চেয়ে প্রায় ৩২০ গুন বেশি।
বিজ্ঞানীরা বলছেন, এবি অরাইজি নক্ষত্রের চেয়ে এবি অরাইজি বি গ্রহের অবস্থান অনেক দূরে। সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ নেপচুন সূর্যের চেয়ে যত দূরে অবস্থিত, এবি অরাইজি বি গ্রহ এবি অরাইজি নক্ষত্র থেকে তার চেয়ে প্রায় তিনগুণ বেশি দূরে অবস্থিত।
এবি অরাইজি নক্ষত্র সূর্যের চেয়ে প্রায় ২ দশমিক ৪ গুণ বেশি ভারি। এবং ৬০ গুণ বেশি উজ্জ্বল। তবে এবি অরাইজির বয়স মাত্র ২০ লাখ বছর। আর সূর্যের জন্ম সাড়ে চারশ কোটি বছর আগে।
বিজ্ঞানীরা বলছেন, গ্রহ তৈরির সাধারণ যে প্রক্রিয়া তারচেয়ে ভিন্ন প্রক্রিয়ায় এবি অরাইজি বি গ্রহের জন্ম হচ্ছে।