কিয়েভ ও চেরনিহিভ থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহার: পেন্টাগন
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভ থেকে রুশ সেনাদের পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগন। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, গতকাল পেন্টাগন জানিয়েছে যে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে বেশি মনোযোগ দিতে চায়। সেভাবেই দেশটি প্রস্তুতি নিচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, 'আমরা দেখতে পাচ্ছি (সেখান থেকে) সব রুশ সেনা সরে গেছে।'
তবে তিনি সতর্ক করে বলেন, রুশ সেনারা সরে গেলেও তারা (দখলকৃত এলাকায়) মাইন পুঁতে রেখে যেতে পারে।
প্রতিবেদন মতে, গত কয়েকদিন থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তারা দেখছেন যে রুশ বাহিনী চরম প্রতিরোধের মুখে নিজেদের নতুন করে জড়ো করার চেষ্টা করছে।
ইউক্রেনের উত্তরাঞ্চলে কয়েক হাজার রুশ সেনার হতাহতের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্রেমলিন সমর্থিত স্বাধীনতাকামীদের সশস্ত্র যোদ্ধাদের সহায়তার কারণে রুশ সেনারা সেখানে ভালো অবস্থায় আছে।
এতে আরও বলা হয়েছে, রাজধানী কিয়েভ অঞ্চল থেকে সরে গিয়ে রুশ সেনাদের কয়েকটি ইউনিট বেলারুশের দিকে গিয়েছে। তবে তাদেরকে ইউক্রেনের পূর্বাঞ্চলে নতুন করে মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন সেই মার্কিন কর্মকর্তা।
এদিকে, যুদ্ধাকালীন অবস্থায় ইউক্রেনকে কীভাবে সর্বোত্তম সমর্থন করা যায় সে বিষয়ে ন্যাটো ভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে দ্বিতীয় দিনে মতো আলোচনা শুরু করেছে।
ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী পূর্বাঞ্চলীয় অঞ্চলের খারকিভ, লুহানস্ক এবং দোনেৎস্কের বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে যে রাশিয়া সেখানে আক্রমণ জোরদার করতে পারে।
যুক্তরাষ্ট্র বুধবার ( ৬ এপ্রিল) রাশিয়ার ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে । গণমাধ্যম সিএনএন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এবারের নিষেধাজ্ঞায় যুক্ত হয়েছেন পুতিনের দুই মেয়ে মারিয়া পুতিনা এবং ক্যাটরিনা তিকহোনোভা।
ইউক্রেনে হামলা জেরে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, রাশিয়ার বেশ কয়েকজন রাজনৈতিক ও সামরিক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
পুতিনের মেয়েদের ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো নতুন যে নিষেধাঞ্জা আরোপ করেছে তা 'যথেষ্ট নয়'।
কেএফ/