ব্রাজিলে ভারী বৃষ্টিতে ভূমিধস, নিহত ১৪
ব্রাজিলের রিউ দি জানেইরু রাজ্যের বাইশাদা ফুমিনেনসে এলাকা ও দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরগুলোতে ভারী বৃষ্টিতে ভূমিধস হয়েছে। এতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।
রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষরা শনিবার এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
উদ্ধারকর্মীরা সর্বশেষ ২৪ ঘণ্টায় ফোনে আসা ৮৫০টি কলের জবাব দিয়েছে এবং দুর্গত এলাকা থেকে ১৪৪ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে বলে জানায় রিউ দি জানেইরু।
গত কয়েক সপ্তাহ ধরেই ব্রাজিলের এ রাজ্যটি একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। ফেব্রুয়ারির বন্যা ও ভূমিধস পাহাড়ি পিত্রপোলিস এলাকায় ২৪০ জনের প্রাণ কেড়ে নিয়েছে বলে গত ২৩ মার্চ কর্তৃপক্ষ জানিয়েছিল।
পারাচি শহরের মেয়র লুসিয়ানো ভিদাল বলেন, '৭০টির বেশি উদ্বাস্তু পরিবার আছে। আমরা তাদের আশ্রয় ও হোস্টেল ভাড়া করে দিচ্ছি'।
বলেছেন মেয়র বলেন, ভূমিধস শহরের কয়েকটি অংশকে বিচ্ছিন্ন করে দিয়েছে, একাধিক রাস্তা আটকে দিয়েছে; পর্যটকদের বেশ পছন্দের ঔপনিবেশিক উপকূলীয় শহরটির একটি এলাকা পুরোপুরি বিদ্যুৎবিচ্ছিন্ন।
কেবল একদিনেই পারাচিতে ৩২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ছয় মাসের গড় বৃষ্টিপাতের সমান।
ভিদাল শহরটিতে ৭ জনের মৃত্যুর কথা জানান, তবে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের বিবৃতিতে পারাচিতে ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আসছে দিনগুলোতে শহরটিতে আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় পর্যটকদের অন্যতম পছন্দের এ গন্তব্যে জরুরি অবস্থা জারি হয়েছে।
পর্যটকপ্রিয় কাছাকাছি আংরে দস রেইসও ভারি বৃষ্টিতে বিপর্যস্ত; সেখানে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে রাজ্য কর্তৃপক্ষের হিসাবে দেখা যাচ্ছে।
টিটি/