নিজের বানানো খাঁচায় বন্দি পুতিন: যুক্তরাজ্য
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের বানানো খাঁচায় নিজেই বন্দি হয়ে পড়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। খবর বিবিসির।
তিনি আরও বলেন, রুশ সেনারা ইউক্রেনে বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়া জর্জিয়া থেকে আরও রুশ সেনা ও সামরিক সরঞ্জাম ইউক্রেনে পাঠানো হচ্ছে বলেও দাবি করেছে যুক্তরাজ্য। তবে যুক্তরাজ্যের এ দাবির মধ্যেই রাশিয়া বলছে, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কড়া জবাব দেওয়া হবে।
এদিকে, বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে অন্তত দুজন শীর্ষ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। ভবিষ্যতে দলত্যাগী আরও সামরিক কর্মকর্তাকে খুঁজে বেরা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ইউক্রেনীয় কর্মকর্তাদের অভিযোগ, অবরুদ্ধ মারিওপোল থেকে জেপোরিঝিয়া যাওয়ার পথে মানবিক সহায়তার গাড়ি আটকে দিয়েছে রুশ সেনারা। মারিওপোল, কিয়েভের মত বড় শহরগুলো থেকে প্রাণ বাঁচাতে মানুষ প্রতিবেশী দেশগুলো থেকে আশ্রয় নিচ্ছে। আজ আবারও শান্তি আলোচনায় বসছে মস্কো ও কিয়েভ।
অন্যদিকে, রাশিয়ার বেলগরদ শহরের একটি তেলের ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেন বলে অভিযোগ করেছে রাশিয়া। হামলায় আহত হয়েছেন দুইজন। শহরটির আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ এ অভিযোগ করেছেন। খবর বিবিসির।
ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, ইউক্রেনের সেনাবাহিনীর হেলিকপ্টার শহরের একটি তেলের ডিপো হামলা চালিয়েছে।
তিনি বলেন, শুক্রবার সকালে তেলের ডিপোতে আগুন লেগেছে, তার কারণ হলো ইউক্রেনের দুটি হেলিকপ্টার থেকে চালানো হামলা।
কেএফ/