‘পারসন অব দ্য ইয়ার’ ইলন মাস্ক
বৈশ্বিক ঘটনাবলির ওপর ব্যাপক প্রভাব ফেলা ব্যক্তি, গোষ্ঠী, বস্তু কিংবা কোনো পরিকল্পনাকে প্রতিবছর মার্কিন সাময়িকী ‘টাইম’ ম্যাগাজিন বর্ষসেরা ঘোষণা করে। এবার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ককে বর্ষসেরা ব্যক্তিত্ব বা ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করেছে।
স্থানীয় সময় সোমবার (১৩ ডিসেম্বর) প্রভাবশালী সাময়িকীটি এ ঘোষণা দেয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
টাইমের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী এডওয়ার্ড ফেলসেনথাল বলেন, ‘মাস্ক ২০২১ সালে শুধু বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেননি; বরং আমাদের সমাজে যে বড় পরিবর্তন এসেছে তার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণও।’
এক বিবৃতিতে তিনি আরও বলেন, ‘পারসন অব দ্য ইয়ার হলো প্রভাবের একটি মাপকাঠি। খুব কম মানুষই পৃথিবীতে জীবনের ওপর মাস্কের চেয়ে বেশি প্রভাব ফেলতে পেরেছেন। এটা হয়তো পৃথিবীর বাইরের জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য।’
টেসলার পাশাপাশি মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্সের সহপ্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন মাস্ক। চলতি বছরে বিশ্বের শীর্ষ ধনীর খেতাবটিও তার দখলে। বাজারে টেসলার কাটতির কারণে এ বছরে লাফিয়ে বেড়েছে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম। এর জের ধরেই সাবেক শীর্ষ ধনী জেফ বেজোসকে পেছনে ফেলেন মাস্ক।
তার প্রতিষ্ঠান স্পেস এক্সও এ বছর সবার নজর কেড়েছে। ইতিহাসে প্রথমবারের মতো শুধু পর্যটকদের নিয়ে মহাকাশে যান পাঠায় স্পেস এক্স।
এসএ/