রুশ হামলায় ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপো ধ্বংস
ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপো ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শুক্রবার (২৫ মার্চ) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানায়। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
রুশ মন্ত্রণালয় জানায়, কিয়েভের বাইরে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানির ডিপো ধ্বংস করেছে রুশ সেনারা।
মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেন, বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় সাগর থেকে কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্রের সাহায্যে এ হামলা চালানো হয়। এই ডিপো থেকে ইউক্রেনের কেন্দ্রে অবস্থান নেওয়া দেশটির বাহিনীকে জ্বালানি সরবরাহ করা হতো।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এ অভিযান শুরু হয়। এর প্রতিক্রিয়ায় পশ্চিমারা পুতিন ও তার ঘনিষ্ঠ ব্যক্তিদেরসহ দেশটির ওপর তিন হাজারের বেশি অবরোধ দিয়েছে। এসব অবরোধ মূলত আর্থিক। এতে রাশিয়ার অর্থনীতি কিছুটা ধাক্কা খেয়েছে। অন্যদিকে রণাঙ্গনেও তারা কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে অনেকটাই দূরে। শুরুতে যতটা সহজে কিয়েভের পতন ঘটানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছিল, তা হয়নি।
মার্কিন কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক দিনগুলোতে বোমাবর্ষণের ব্যাপকতা বেড়েছে। রুশ পদাতিক বাহিনী ও নৌবাহিনী ব্যাপক বোমা ফেলছে। কেননা ইউক্রেনীয়দের প্রতিরোধের মুখে স্থলপথে রুশ বাহিনীর অগ্রগতি থমকে আছে। রাজধানী কিয়েভ থেকে উত্তর–পশ্চিমে ১৫ কিলোমিটার দূরে অবস্থান করছেন রুশ সেনারা, পূর্ব দিকে এই দূরত্ব ৩০ কিলোমিটার।
এরই মধ্যে ‘ইউক্রেনে পুতিনের পিঠ ঠেকে গেছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবির ভাষ্য, নৈতিক জোরই শুধু হারাতে বসেননি রুশ সেনারা, তাদের খাদ্য ও জ্বালানিতেও টান পড়েছে।
আরএ/