রাশিয়া প্রশ্নে মোদির পাশে ইমরান
স্বাধীনতার পর থেকে পাকিস্তান বরাবরই মার্কিন ঘেঁষা অবস্থান ধারণ করে গেছে। অপরদিকে ভারত পশ্চিমের দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে এসেছে। তবে এবার দুই চির প্রতিদ্বন্দ্বি দেশের ক্ষমতাসীন সরকার বিরোধের বদলে একই অবস্থান নিয়েছেন রাশিয়া প্রশ্নে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই মস্কোর বিরুদ্ধে অবস্থান নেওয়া থেকে বিরত থাকার কথা জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও ইউক্রেনে সামরিক অভিযান চলার সময়ে মস্কো সফর করেছেন।
সোমবার (২১ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভারতের মতো পাকিস্তানও পশ্চিমের চাপে মাথা নোয়াবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো ইমরান খানও নিজ দেশের জনগণের মঙ্গলের কথা ভেবে ‘স্বাধীনভাবে’ সিদ্ধান্ত নিতে চান। ‘নিরপেক্ষ’ থাকার কারণে ভারতও আন্তর্জাতিক চাপ ও সমালোচনার মুখে রয়েছে। তবুও দেশটি নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া থেকে কম দামে তেল কেনার ঘোষণা দিয়েছে। অথচ অনেক দেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভয়ে তা করছে না।
গতকাল পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়া প্রদেশের দরগাই শহরে ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফের জনসভায় দলের নেতা ও প্রধানমন্ত্রী ইমরান খান ইউক্রেনে সামরিক অভিযানের পর যারা পাকিস্তানকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছেদের চাপ দিচ্ছে তাদের তীব্র সমালোচনা করেছেন।
পাকিস্তান কেন ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে রাশিয়ার নিন্দা করেননি তার ব্যাখ্যায় ইমরান খান বলেন, ‘তাদের সঙ্গে যোগ দিয়ে পাকিস্তান হয়তো কিছুই পাবে না। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী জোটে অংশ নিয়ে পাকিস্তানের কোনো লাভ তো হয়নি উল্টো ক্ষতি হয়েছে।’
ইমরান খান আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রী হওয়ার সময় শপথে বলেছিলাম, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী যুদ্ধে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়েছিলাম। এতে আমাদের প্রায় ৮০ হাজার মানুষ নিহত হয়েছেন এবং ক্ষতি হয়েছে অন্তত ১০০ বিলিয়ন ডলার।’
জাতিসংঘের সাধারণ পরিষদে কিয়েভের বিরুদ্ধে মস্কোর সামরিক অভিযানের নিন্দা সংক্রান্ত প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকা ৩৫ দেশের মধ্যে পাকিস্তানও রয়েছে। এ সংকটে ‘নিরপেক্ষ’ থাকার বার্তা নিয়ে চীন, দক্ষিণ আফ্রিকা ও ভারতও ভোটদানে বিরত ছিল। এরপর থেকে অন্যান্য দেশের মতো পাকিস্তানের উপর পশ্চিমের প্রবল চাপ সৃষ্টি হয়।
এসএ/