৬ বছর পর মুক্তি পেলেন নাজানিন
ইরানে ৬ বছর বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন ব্রিটিশ ইরানি দাতব্য কর্মী নাজানিন জাঘারি রেটক্লিফ। এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ আইনপ্রণেতা টিউলিপ সিদ্দিক।
কারাবাসের মেয়াদ শেষে মুক্তিপ্রাপ্ত নাজানিন জাঘারিকে ব্রিটিশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্রিটিশ সরকারের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানি বংশোদ্ভূত এই ব্রিটিশ নাগরিক জেল খেটেছেন।
চলতি সপ্তাহেই তার ব্রিটিশ পাসপোর্ট ফিরিয়ে দেয় ইরান কর্তৃপক্ষ। আর বুধবার মুক্তি পান তিনি।
নাজানিন ছাড়াও মুক্তি পেয়েছেন আরেক ব্রিটিশ ইরানি, আনুশেহ আশুরি। এরই মধ্যে তারা নিরাপদে যুক্তরাজ্যে পৌঁছেছেন বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।
নাজানিন এবার সত্যি যুক্তরাজ্যে ফিরছেন বলে হাউজ অব কমন্সে রাখা এক বক্তব্যে তার পরিবারকে আশ্বস্ত করেন টিউলিপ। গ্রেপ্তারের আগে টমসন রয়টার্স ফাউন্ডেশনে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন নাজানিন।
তাদের মুক্তির বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, 'এটা নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি যে, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরছে। তাদের মুক্তি নিশ্চিত করার জন্য নিবিড়ভাবে কাজ করেছে যুক্তরাজ্য এবং আমি আনন্দিত যে তারা তাদের পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে পুনরায় মিলিত হতে পারবেন।'
ইরানে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ২০১৬ সালে গ্রেপ্তার হন তিনি। আর আনুশেহ আশুরিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৭ সালে গ্রেপ্তার করা হয়।
কেএফ/