রাসায়নিক বা জীবাণু অস্ত্র হামলা চালাতে পারে রাশিয়া: যুক্তরাষ্ট্র
রাশিয়া ইউক্রেনে রাসায়নিক বা জীবাণু অস্ত্রের হামলার পরিকল্পনা করছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সবাইকে সতর্ক করেছে দেশটি।
রাশিয়ার ইউক্রেন হামলা নিয়ে শঙ্কিত পশ্চিমা কর্মকর্তারা। এরই মধ্যে হোয়াইট হাউস ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য জীবাণু অস্ত্র হামলা নিয়ে সতর্ক করল। বিবিসের এক প্রতিবেদনে এ তিথ্য পাওয়া যায়।
পশ্চিমা কর্মকর্তারা বলছেন, ইউক্রেনে যুদ্ধের ঝুঁকি বাড়তে পারে এবং বিশেষ করে রাশিয়ার অপ্রচলিত অস্ত্রের ব্যবহার করার আশঙ্কা নিয়ে তারা ‘খুবই উদ্বিগ্ন’।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, যুক্তরাষ্ট্রের জীবাণু অস্ত্র গবেষণাগার ও ইউক্রেনে রাসায়নিক অস্ত্র তৈরি নিয়ে রাশিয়ার দাবি অযৌক্তিক।
জেন সাকি বলেন, ‘রাশিয়া এখন এসব মিথ্যা দাবি করছে এবং মস্কোর এসব প্রচারণায় সমর্থন দিচ্ছে চীন। রাশিয়া এসব মিথ্যা দাবি করে ইউক্রেনে জীবাণু অস্ত্র বা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলা চালাতে পারে। তাই রাশিয়ার সম্ভাব্য জীবাণু বা রাসায়নিক হামলা নিয়ে আমাদের সবার সতর্ক ও সাবধান থাকা উচিত।’
এর আগে গতকাল বুধবার (৯ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে সেনারা প্রায় ৮০ টন অ্যামোনিয়া দেশটির খারকিভ শহরের জোলোচিভে স্থানান্তর করেছে।
টিটি/