জেলেনস্কির সঙ্গে ‘সরাসরি কথা’ বলতে পুতিনকে আহ্বান মোদির
ফাইল ফটো
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ‘সরাসরি কথা’ বলার জন্য আহ্বান জানিয়েছেন।
সোমবার (৭ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স ভারতের সরকারি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
‘ইউক্রেন এবং রুশ প্রতিনিধিদলের মধ্যে যে শান্তি আলোচনা চলছে তার অগ্রগতি সম্পর্কে পুতিন প্রধানমন্ত্রী মোদিকে জানিয়েছেন,’ নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রকে উদ্ধৃত করে বলছে রয়টার্স।
এদিকে ভারতের এনডিটিভি জানাচ্ছে দুই নেতা টেলিফোনে ৫০ মিনিট কথা বলেন।
এর আগে, মোদি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও টেলিফোনে কথা বলেন।
গত ২৪ ফেব্রুয়ারি সকালে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পূর্ব ইউক্রেনের বিদ্রোহীনিয়ন্ত্রিত ডনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের ওই অঞ্চলে গত আট বছরের লড়াইয়ে প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছেন।
এগারো দিনের যুদ্ধে ইউক্রেনের একাংশ এখন রাশিয়ার দখলে। সাময়িক যুদ্ধবিরতি শেষে আজ চলছে যুদ্ধের ১২তম দিন। রাজধানী কিয়েভ ঘিরে রেখেছে রুশ সেনারা। ইউক্রেনে হামলা শুরুর পর থেকে একের পর এক আর্থিক নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা শক্তিগুলো। তবে যুক্তরাষ্ট্র, ন্যাটো বা অন্য কোনো পশ্চিমা শক্তিধর দেশ সামরিক হস্তক্ষেপ করতে এগিয়ে আসেনি।
আরএ/