অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে আদালতের রায়
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার পক্ষে রায় দিয়েছেন ব্রিটিশ আদালত। শুক্রবার দেশটির হাইকোর্ট এ রায় দেন।
এদিকে, অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে সমর্পণের ব্যাপারে নিজের ইতিবাচক সিদ্ধান্তের কথাও জানিয়েছেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। বিবিসি জানায়।
এ মামলার রায় যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষে গেলেও কিছু আইনি বাধার কারণে অ্যাসাঞ্জকে এখনই যুক্তরাষ্ট্রে পাঠানো যাচ্ছে না। শেষ পর্যন্ত এ লড়াই সুপ্রিম কোর্টে গড়াতে পারে।
এদিকে,অ্যাসাঞ্জের বাগদত্তা স্টেলা মরিস জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করবে অ্যাসাঞ্জের আইনজীবী পরিষদ। তিনি বলেন, 'জুলিয়ানকে যে দেশ হত্যার পরিকল্পনা করেছিল, সেখানে কীভাবে তাকে হস্তান্তর করা সম্ভব।'
এর আগে চলতি বছরের জানুয়ারিতে ব্রিটিশ আদালতের এক রায়ে বলা হয়, মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকায় উইকিলিকস প্রতিষ্ঠাতাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া যাবে না। তখন ওই রায়ের বিরুদ্ধে আপিল করে যুক্তরাষ্ট্র সরকার। দেশটি আশ্বাস দেয়, অ্যাসাঞ্জকে ফিরিয়ে নেওয়া হলে বড় ধরনের শাস্তি দেওয়া হবে না। শুক্রবার রায় দেওয়ার পর ব্রিটিশ আদালতের বিচারক জানান, যুক্তরাষ্ট্রের আশ্বাসের ওপর আস্থা রেখেই এ রায় দেওয়া হয়েছে।
২০১৬ সালে সিআইএর ইতিহাসে সবচেয়ে বেশি তথ্য ফাঁস করে উইকিলিকস। তথ্য প্রকাশের পর জুলিয়ান অ্যাসাঞ্জকে হত্যার পরিকল্পনা করেছিল সিআইএ। ওই সময় ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়ে রক্ষা পান অ্যাসাঞ্জ। তবে ২০১৯ সালে ইকুয়েডর আশ্রয় দিতে না চাইলে ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।
কেএফ/