বিমান দুর্ঘটনায় নিহত হতে পারেন বাশার আল আসাদ?
ছবি: সংগৃহীত
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে দাবি করেছে ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কান এবং ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ ঘটনার সত্যতা এখনও নিশ্চিত করতে পারেনি।
শনিবার রাতে সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহীদের প্রবেশের খবর আসে। পরদিন রবিবার প্রেসিডেন্ট বাশার আল আসাদ একটি বিমানে করে দেশ ছেড়ে পালিয়েছেন বলে গুঞ্জন ছড়ায়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট আসাদ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দিয়ে দেশ ছেড়েছেন। তবে তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা স্পষ্ট করা হয়নি।
এর মধ্যেই ইসরায়েলি সংবাদমাধ্যম কান জানায়, সিরিয়ার লাতাকিয়ার রুশ বিমান ঘাঁটি থেকে একটি পরিবহন বিমান উড্ডয়ন করেছে, যেখানে আসাদ উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ফ্লাইটরাডার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিমানটি প্রথমে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে যাত্রা করলেও আকস্মিকভাবে ইউটার্ন নেয় এবং পরে মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায়।
দুটি সিরীয় সূত্রের দাবি, বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছে, বিমানটির অস্বাভাবিক ইউটার্ন এবং পরবর্তীতে অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা রহস্যজনক।
ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এ বিষয়ে জানায়, প্রেসিডেন্ট আসাদের ভাগ্য নিয়ে জল্পনা-কল্পনা চলছে। বিমানটি ভূপাতিত কিংবা দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে।
এ ঘটনাকে ঘিরে সিরিয়া এবং আন্তর্জাতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। তবে পরিস্থিতি সম্পর্কে আরও নিশ্চিত হওয়ার জন্য বিশ্ব সম্প্রদায় এখনো অপেক্ষায়।