নেতানিয়াহুর বেডরুমে এবার হিজবুল্লাহর ড্রোনের আঘাত
নেতানিয়াহুর বেডরুমে এবার হিজবুল্লাহর ড্রোনের আঘাত। ছবি: সংগৃহীত
গত শনিবার হিজবুল্লাহর ছোড়া ড্রোন ইসরায়েলের রাজধানী তেল আবিবের উত্তরের শহর সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে। সেই ড্রোন হামলায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের শয়নকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো।
ইসরায়েলের সামরিক বাহিনীর প্রকাশিত একটি ছবিতে হিজবুল্লাহর শনিবারের ড্রোন হামলায় নেতানিয়াহুর বাসভবনে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে চিত্র উঠে এসেছে। প্রতিবেদনগুলোতে বলা হয় হিজবুল্লাহর ড্রোন হামলায় নেতানিয়াহুর বাড়ির শয়নকক্ষের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদমাধ্যমগুলো সেই ক্ষতিগ্রস্ত জানালার ছবিও প্রকাশ করেছে।
ছবিতে দেখা যায়, বিস্ফোরণের কারণে তার বেডরুমের একটি জানালার কাচ ফেটে যায়। তবে জানালা ভেদ করে তা তার ঘরের ভেতরে প্রবেশ করতে পারেনি। সম্ভবত শক্তিশালী কাচ ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থার কারণে এমনটা হয়েছে বলে ধারণা করা যায়। তবে কাঁচের টুকরো পাশের সুইমিং পুল ও আঙ্গিনায় গিয়েও পড়ে দেখা যায়।
এর আগে হামলার পর আইডিএফ জানিয়েছিল, শনিবার সকালে ভূমধ্যসাগর উপকূলবর্তী শহর সিজারিয়ায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। লেবানন থেকে ৩টি ড্রোন পাঠানো হয়েছিল, যার মধ্যে একটি ড্রোন সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হেনেছিল। তবে এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয় যে, হামলার সময় নেতানিয়াহু বা তাঁর স্ত্রী ঘটনাস্থলের কাছে ছিলেন না। এ ছাড়া এই হামলায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, এদিকে গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে নেতানিয়াহুকে লক্ষ্য করে তার বাসভবনে হামলার দায় সম্পূর্ণ, পূর্ণাঙ্গ ও এককভাবে নেয়ার দাবি জানিয়েছে হিজবুল্লাহ। তবে এর সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে গোষ্ঠীটি।