স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান ও তার স্ত্রী তাসরিন মুজিবের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত ৩৪টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছেন। পাশাপাশি, স্ত্রীর নামে থাকা ঢাকার দুটি ফ্ল্যাট এবং ৬৯.৭৯ শতক জমি জব্দ করারও নির্দেশনা দিয়েছেন।
রবিবার (৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের পক্ষ থেকে এই সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করা হয়েছিল।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, মজিবুর রহমানের নামে ২৪টি এবং তার স্ত্রী তাসরিন মুজিবের নামে ১০টি ব্যাংক হিসাব রয়েছে, যা জব্দ করা হয়েছে। এ ছাড়াও, মুজিবুর রহমানের নিজ নামে মিরপুরের মাটিকাটায় ৪ হাজার ৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট, নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি প্লট, মিরপুর, সাভার এবং ঢাকা ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গায় জমি রয়েছে। স্ত্রীর নামে রয়েছে ক্যান্টনমেন্টের সাহারা এবং বাউনিয়া এলাকায় দুটি ফ্ল্যাট ও জমি।
দুদকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মজিবুর রহমান সরকারি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেছেন। তিনি একাধিক ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনক লেনদেন ও মানিলন্ডারিংয়ের সাথে জড়িত, যা সরকারি ও রাষ্ট্রীয় ক্ষতি করার লক্ষ্যে হয়েছে।
এছাড়াও, মজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা অবৈধভাবে অর্জিত এসব সম্পত্তি বিক্রয় বা স্থানান্তর করার চেষ্টা করছেন। এর ফলে, রাষ্ট্রের ক্ষতি হতে পারে, তাই তাদের সম্পদ জব্দ করা এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ রাখা প্রয়োজন বলে আদালতকে জানানো হয়েছে।
এ বিষয়ে দুদকের উপপরিচালক সিরাজুল হক শুনানি করেন এবং বিচারক মীর আহমেদ আলী সালাম এ বিষয়ে আরও বিস্তারিত শুনানির জন্য আদেশ দেন।