গাজায় পৌঁছেছে সৌদি আরবের পাঠানো ত্রাণবাহী ট্রাক

ছবি:সংগৃহীত
গাজায় পৌঁছেছে ফিলিস্তিনিদের জন্য পাঠানো সৌদি আরবের প্রথম ত্রাণবাহী ট্রাক । রোববার (১২ নভেম্বর) রাফাহ সীমান্ত দিয়ে ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করে। সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজ
গাজাবাসীদের পাঠানো ওই মানবিক সহযোগিতার মধ্যে রয়েছে- খাবার ও আশ্রয়ের সরঞ্জাম। গত সপ্তাহে ফিলিস্তিনিদের সহযোগিতার জন্য জাতীয়ভাবে ক্যাম্পেইন পরিচালনা করে সৌদি সরকার।
ওই ক্যাম্পেইন পরিচালনার দায়িত্বে ছিলেন বাদশা সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান। এদিকে গাজাবাসীর জন্য সৌদির পাঠানো ত্রাণবাহী বিমানের চতুর্থ চালান মিশরের এল-আরিশ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অব্যাহতভাবে ফিলিস্তিনি জনগণকে মানবিক সহযোগিতা দিয়ে যাবে।
গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় হামাস। ওই হামলায় ইসরায়েলের এক হাজার ৪০০ মানুষ নিহত হয়। জিম্মি করে নিয়ে যায় ২৫০ জনকে। হামাসের চালানোও ওই হামলাকে স্মরণকালের ভয়াবহ হামলা বলে গণ্য করা হয়েছে।
হামাসের এ হামলার পর গাজায় ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল। দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও চালাচ্ছে তেল আবিব। ফলে গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। নিহত হয়েছে সাড়ে ১১ হাজারের বেশি মানুষ।
