তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ হাজার ছুঁই ছুঁই
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ২৩ হাজার ৭১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্ক থেকে উদ্ধার করা হয়েছে ২০ হাজার ২২৩ জনের মরদেহ এবং সিরিয়া থেকে উদ্ধার করা হয়েছে ৩ হাজার ৫০০ জনের মতো।
শনিবার (১১ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় ৫৩ লাখের বেশি মানুষ উদ্ধাস্তু হয়েছে এই ভূমিকম্পের পর। এ ছাড়া প্রায় সিরিয়া ও তুরস্কের ৯ লাখ মানুষের জরুরি খাবার দরকার।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পে বিধ্বস্ত এলাকার জন্য মানবিক সাহায্য অনুমোদন করেছে দেশটির সরকার। তুরস্কের সরকার জানায়, তারা সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে দুটি নতুন রুট খুলতে কাজ করছে।
৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। ওই ভূমিকম্পের ১৫ মিনিট পর ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি বড় ভূমিকম্প এবং পরে অনেকগুলো আফটারশক হয়। এতে তুরস্কের ১০টি শহরসহ সিরিয়ার একটি অঞ্চল।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বিবৃতিতে বলা হয়, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় কাহরামানমারাশ প্রদেশের গাজিয়ানতেপ শহরের কাছে ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
বিধ্বংসী সেই ভূমিকম্পের পরপরই ধ্বংসাবশেষের নিচে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা শুরু করেন তুরস্ক ও সিরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের উদ্ধারকর্মীরা। পরে তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন দেশের উদ্ধারকারী সদস্যরাও। বাংলাদেশ থেকেও একটি উদ্ধারকারী দল সেখানে যোগ দিয়েছে।
এসএন