ভূমিকম্পের ৬২ ঘণ্টা পর ২ নারীকে জীবিত উদ্ধার
তুরস্কে ভূমিকম্পের ৬২ ঘণ্টা পর দুই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুগাজিয়ানতেপ গর্ভনরের কার্যালয়ের বরাত দিয়ে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, নারীর নাম ফাতেমা দিমির ও মারভা নামে দুই নারীকে বুধবার উদ্ধার করা হয়। তারা দুই বোন।
উদ্ধারের পর ভূমিকম্পের সময়ের অভিজ্ঞতা তুলে ধরে ফাতেমা বলেন, একটি স্ল্যাব আমার মাথার উপর পড়লে আমি মাটিতে পড়ে যাই। এ সময় পাশে থাকা আত্মীয় হুরসাকে কাছে টেনে আনার চেষ্টা করি। কিন্তু ব্যর্থ হই।
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপে সিরিয়া সীমান্তের কাছে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন অনেক মানুষ।
প্রতিবেদনে বলা হয়, তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে শুধু তুরস্কেই মারা গেছে ১২ হাজার ৩৯১ জন। অন্যদিকে, সিরিয়ায় ২ হাজার ৯৯২ জন প্রাণ হারিয়েছেন।
এদিকে, জরুরি বিভাগগুলোর প্রতিক্রিয়া খুবই ধীর ছিল বলে সমালোচকদের এমন দাবির বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান নিজ সরকারকে সমর্থন করে বলেন, পর পর যে ভয়াবহ দুটি ভূমিকম্প ঘটেছে, তাতে তাৎক্ষণিকভাবে সাড়াদান খুব একটা সহজ ছিল না।
তবে সরকারের প্রস্তুতিতে ঘাটতি ছিল সমালোচকদের এমন দাবি এরদোয়ানও স্বীকার করেছেন। তিনি বলেন, সরকার কিছু সমস্যার সম্মুখীন হয়েছে, তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রিত। পুরোদমে উদ্ধারকাজ চলছে।
এসএন