কাবুলে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২০

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মারাত্নক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন মারা গিয়েছেন ও ৪০ জন আহত হয়েছেন।
আফগান নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, কাবুলের উত্তরের এলাকা খায়ের খানায় এই বোমা হামলা হয়েছে। আছরের নামাজের সময় হামলাটি করা হয়েছে।
তালেবান পুরোপুরি ক্ষমতা দখলের এক বছরের মধ্যে এটি তৃতীয় হামলা।
তালেবান পুরোপুরি আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেবার দাবি করলেও এই ইসলামি রাষ্ট্রটি একের পর এক সাধারণ মানুষ ও পুলিশের ওপর হামলার মোকাবেলা করছে। এখনো পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো সরকারি বিবৃতি প্রদান করা হয়নি।
কোনো সন্ত্রাসী বাহিনী এই হামলায় দায় স্বীকার করেনি। তবে তালেবানদের বিশ্বাস, আগের দুই হামলার মতোই এবারের হামলা।
দুই সপ্তাহ আগের হামলাটিতে কাবুলে ১০ জন মারা গিয়েছেন এবং ৪০ জন আহত হয়েছেন।
ওএফএস/এএস
