শনিবার, ২৯ মার্চ ২০২৫ | ১৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ড যাওয়ার চেষ্টা, নৌকা ডুবে নিহত ৮

ফাইল ছবি

পশ্চিম ইউরোপের ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে ফ্রান্স থেকে ইংল্যান্ড যাওয়ার পথে নৌকা ডুবে আটজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে দুর্ঘটনাটি ঘটে। ফ্রান্সের কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসির।

জানা গেছে, রাবারের তৈরি নৌকাটিতে ৬০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ইরিত্রিয়া, সুদান, সিরিয়া ও ইরানসহ বেশ কয়েকটি দেশের নাগরিক ছিলেন।

অবৈধভাবে ইংল্যান্ড প্রবেশের চেষ্টায় প্রায়ই ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে প্রাণহানি ঘটে। এবারের ঘটনা দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে ঘটল। এর আগে ৩ সেপ্টেম্বর কয়েক ডজন অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যায়। এতে ছয় শিশু এবং একজন গর্ভবতী নারীসহ ১২ জন মারা যান।

ফ্রান্সের কোস্টগার্ড জানিয়েছে, নৌকাটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। যাত্রা শুরুর কিছুক্ষণ পরই এটি ডুবে যায়। বিচের উদ্ধারকর্মীরা সাতজনের মরদেহ উদ্ধার করেন। এ ছাড়া তাৎক্ষণিক ৫৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরদিকে ছয়জন মারাত্মকভাবে হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনার প্রতিক্রিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকে বলেছে, সর্বশেষ ঘটনাটি আরেকটি ভয়ংকর এবং এড়ানো যায় এমন ট্র্যাজেডি ছিল। অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুহার কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়া সময়ের দাবি।

শরণার্থী কাউন্সিলের সিইও এনভার সলোমন বলেন, এ ধরনের মৃত্যু চাইলেই এড়ানো সম্ভব। এ জন্য নিরাপদ রুটে অভিবাসীদের গমনাগমন নিশ্চিত করতে হবে।

Header Ad
Header Ad

ইংল্যান্ডে ফিরেই হামজা জাদু, শীর্ষে তুললেন শেফিল্ডকে

ছবি: সংগৃহীত

বাংলাদেশের হয়ে নিজের অভিষেক ম্যাচ খেলতে এই মাসেই দেশের মাটিতে পা রেখেছিলেন হামজা চৌধুরী । জাতীয় দলের অভিষেক ম্যাচটা অবশ্য শেষ হয়েছে খানিকটা হতাশাতেই।

ভারতের বিপক্ষে ড্র করে আবার ইংল্যান্ডেই ফিরে গেছেন হামজা। ক্লাব ফুটবলে ফিরেই জয়ের ধারায় ফিরলেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ইংলিশ চ্যাম্পিয়নশিপে কভেন্ট্রিকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে শেফিল্ড।

এ ম্যাচ জিতে লিডস ইউনাইটেডকে পেছনে ফেলে শীর্ষেও উঠে এসেছে শেফিল্ড। এ ম্যাচেও যথারীতি দারুণ নৈপুণ্য প্রদর্শন করেছেন হামজা। ম্যাচের শেষ দিকে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় তাঁকে দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান জানিয়েছেন শেফিল্ডের সমর্থকেরা।

ঘরের মাঠ ব্রামাল লেনে শুরু থেকেই উজ্জ্বল ছিল শেফিল্ড। মাত্র ১৯ মিনিটে গাস হ্যামারের দুর্দান্ত এক ফ্রি-কিক গোলে এগিয়ে যায় তারা। এরপর ৩০ মিনিটে দলটির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন টাইরেসে ক্যাম্পবেল।

এই গোলে আক্রমণের শুরুতে ভূমিকা ছিল হামজার। বিরতির পর ৬২ মিনিটে ব্যবধান ৩-০ করেন রিয়ান ব্রেওয়েস্টার। যোগ করা সময়ে কভেন্ট্রির হয়ে জ্যাক রুদোনি একটি গোল শোধ করলেও সেটি ছিল শুধুই সান্ত্বনা। এ জয়ে শীর্ষে ওঠা শেফিল্ডের পয়েন্ট এখন ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট।

হ্যামারের দুর্দান্ত এক ফ্রি-কিক গোলে এগিয়ে যায় শেফিল্ড। ছবি: সংগৃহীত

 শেফিল্ডের মৌসুমের অন্যতম সেরা পারফর্ম করা ম্যাচে বাংলাদেশি তারকা হামজা ছিলেন দুর্দান্ত। শেফিল্ডের মিডফিল্ড দখলে রাখতে দারুণ ভূমিকা ছিল তাঁর। আক্রমণভাগ ও রক্ষণের সঙ্গে সংযোগ তৈরির ক্ষেত্রেও হামজা ছিলেন অনন্য। ভাগ্য ভালো হলে ম্যাচে গোলও পেয়ে যেতে পারতেন হামজা। বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া শট অল্পের জন্য গোল হয়নি।

তবে গোল না পেলেও এ ম্যাচে হামজার পারফরম্যান্স ছিল মুগ্ধতা জাগানোর মতোই। ম্যাচে ৪৮ বার বল স্পর্শ করা হামজা ফাইনাল থার্ডে পাস দিয়েছেন ৩টি। তাঁর দেওয়া তিনটি লং বলের দুটিই ছিল নিখুঁত। দুটি ট্যাকল করে জিতেছেন দুবারই। ডুয়েলেও তিনটির মধ্যে দুটিতে জিতেছেন হামজা।

 এ ছাড়া ম্যাচে দুর্দান্ত একটি ব্লকও করেছেন হামজা। সব মিলিয়ে পারফরম্যান্সের জন্য তাঁকে ৭.৫ রেটিং দিয়েছে ফুটবলভিত্তিক পোর্টাল ফুটমব। পরিসংখ্যানের হিসাব বাদ দিলেও মাঠে হামজা ছিলেন অনন্য।

হামজার দল শেফিল্ড পরের ম্যাচ খেলবে আগামী ৫ এপ্রিল শনিবার। সেদিন রাত আটটায় অক্সফোর্ড ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।

Header Ad
Header Ad

এবার ‘সন্ত্রাসী’ সাজ্জাদের নানি বললেন ‘আগে গোপনে মারতাম এখন ওপেনে মারব’

সন্ত্রাসী সাজ্জাদ হোসেন। ছবি: সংগৃহীত

স্ত্রীর পর এবার ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেনের নানি রেহেনা বেগম তাঁর নাতির বিরোধিতাকারীদের মারার হুমকি দিয়েছেন। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বলতে শোনা যায়, ‘আগে গোপনে মারতাম, এখন ওপেন মারব।’

এছাড়া, সাজ্জাদকে এনে দিতে না পারলে সাংবাদিকদের ফাঁসির হুমকিও দেন তিনি।

বুধবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রেহেনা বেগমকে বলতে শোনা যায়, ‘বুড়ি কে, আমার নাম রেহেনা। ওসি কে, কেন সাজ্জাদকে গ্রেপ্তার করেছে? হাতকড়া পরিয়েছে। কারা তার ফাঁসি চায়?’

পুলিশের তথ্য অনুযায়ী, সাজ্জাদের মা-বাবার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তিনি নানির কাছে বড় হন। চতুর্থ শ্রেণি পর্যন্ত একটি মাদ্রাসায় পড়ার পর তিনি মুরগির দোকানে কাজ করতেন। এরপর তিনি কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ আলীর দলে যোগ দেন।

গত ৩০ জানুয়ারি চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ সাজ্জাদকে ধরতে পুরস্কার ঘোষণা করেন। এর আগের দিন ফেসবুক লাইভে নগরের বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমানকে পেটানোর হুমকি দিয়েছিলেন সাজ্জাদ।

সাজ্জাদ বর্তমানে খুনের মামলায় চট্টগ্রামের চান্দগাঁও থানা-পুলিশের রিমান্ডে রয়েছেন। ১৫ মার্চ ঢাকার একটি শপিংমল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখানে কেনাকাটা করতে যাওয়া নারী উদ্যোক্তা রুমা আক্তার ও তার স্বামী পুরস্কার ঘোষিত এই সন্ত্রাসীকে চিনে ফেলেন এবং আশপাশের লোকজনকে জড়ো করে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানায় নিয়ে যায়। চট্টগ্রামের দুটি খুনের মামলায় তাকে রিমান্ডে আনা হয়।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানিয়েছেন, সাজ্জাদের নানির ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

ডিসিদের ১২ দফা নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা  

ছবিঃ সংগৃহীত

মাঠপর্যায়ে সব তদবির ও সরকারের স্তুতিবাক্য পরিহার, হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত পরিবেশে নাগরিকদের সেবা নিশ্চিতসহ জেলা প্রশাসকদের (ডিসি) ১২ দফা নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৮ মার্চ) এক চিঠিতে প্রধান উপদেষ্টার এমন নির্দেশনা ডিসিদের কাছে পৌঁছে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

জেলা প্রশাসকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা জমির নামজারি বা রেজিস্ট্রেশন জনগণের সব সেবাই হয়রানি এবং দুর্নীতিমুক্ত পরিবেশে হতে হবে। এক্ষেত্রে সব ধরনের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে জেলা প্রশাসকদের (ডিসি) কাজ করতে হবে।

ঠিকঠাক দায়িত্বপালনে মন দিতে হবে এবং সরকারের সব ধরনের স্তুতি বাক্য পরিহার করতে হবে। পুলিশি তদন্ত ছাড়াই পাসপোর্ট দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে চিঠিতে।

এছাড়া দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখাসহ জমি রেজিস্ট্রেশন, জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের মতো সেবায় বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দূর করারও তাগিদ দেওয়া হয়েছে।

নির্দেশনা দেওয়া হয় দায়িত্বপালনের ক্ষেত্রে কর্মকর্তাদের আইন পুরোপুরি মেনে চলার। যেখানে সব রকমের ভয়ভীতি, তদবির ও স্তুতিবাক্য পরিহারে বিশেষ জোর দেওয়া হয়েছে। চিঠিতে ডিসিদের মাঠপর্যায়ের কার্যক্রম সরকারের নজরদারিতে রয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ইংল্যান্ডে ফিরেই হামজা জাদু, শীর্ষে তুললেন শেফিল্ডকে
এবার ‘সন্ত্রাসী’ সাজ্জাদের নানি বললেন ‘আগে গোপনে মারতাম এখন ওপেনে মারব’
ডিসিদের ১২ দফা নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা  
মায়ানমারে মৃত্যু ১০ হাজার ছাড়াতে পারে : ইউএসজিএস  
প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়
তিস্তা নদী ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে চীন
রাজনৈতিক হয়রানির শিকার ৬৬৮১ মামলা প্রত্যাহারের সুপারিশ
শাকিব খানের জন্মদিনে শুভেচ্ছার বন্যা, দুই প্রাক্তনের বার্তায় উত্তাল নেটদুনিয়া
যমুনা সেতু মহাসড়ক: ঈদের ছুটির দ্বিতীয় দিনে রাতে বেড়েছে যানবাহনের চাপ
মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৪, আহত ৭৩২
স্বাধীনতার নেতা বঙ্গবন্ধুর কোনও ভুলত্রুটি নেই: বঙ্গবীর কাদের সিদ্দিকী
সুন্দরবনে রেড অ্যালার্ট: ঈদের ছুটি বাতিল, শিকার ও অগ্নিকাণ্ড প্রতিরোধে কঠোর নজরদারি
বাংলাদেশের জন্য চীন থেকে ২.১ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি
বাংলাদেশের জন্য ৫০ বছরের পানি ব্যবস্থাপনার মাস্টারপ্ল্যান চাইলেন অধ্যাপক ইউনূস
হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন তামিম ইকবাল
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৩৯.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, সহজে মিলছে না বৃষ্টি
জেলা প্রশাসকদের প্রতি ১২ নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা
জুমার নামাজের সময় শক্তিশালী ভূমিকম্প, মিয়ানমারে মসজিদ ধসে নিহত অন্তত ২০
ঈদে রাজধানীর নিরাপত্তায় ৪২৬ জন ‘অক্সিলারি ফোর্স’ নিয়োগ
যমুনা সেতু মহাসড়কে নেই যানজট, নির্বিঘ্নে বাড়ি ফিরছে উত্তরের মানুষ (ভিডিও)