মিস নেদারল্যান্ডস হলেন ট্রান্সজেন্ডার রিকি কোলে

মিস নেদারল্যান্ডস বিজয়ী রিকি কোলে।ছবি: রিকির ইনস্টাগ্রাম থেকে
নেদারল্যান্ডসে এবার সুন্দরী প্রতিযোগিতায় মিস নেদারল্যান্ডস বিজয়ী হয়েছেন ছেলে হিসেবে বেড়ে ওঠা রিকি কোলে। ২২ বছর বয়সী রিকি ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী। ডাচ বন্দর শহরে ছেলে পরিচয়ে বেড়ে ওঠা রিকি নারীতে পরিণত হয়েছেন। দেশটিতে তিনিই প্রথম রূপান্তরকামী নারী, যিনি মিস নেদারল্যান্ডস বিজয়ী হয়েছেন।
দুই সপ্তাহ আগে এক গালা অনুষ্ঠানে রিকি কোলের মাথায় মিস নেদারল্যান্ডস বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়া হয়। সে সময় তিনি বলেন, ‘সত্যিই এটা আমার বছর। এটা আমার কাছে একটা বড় স্বীকৃতি। ৯৪ বছর পর প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে এই খেতাব জেতাটা ছিল একটা সুন্দর মুহূর্ত।’
মিস নেদারল্যান্ডস প্রতিযোগিতার আয়োজকেরা বলেন, রিকি কোলের জীবনে ‘একটি স্পষ্ট লক্ষ্যসহ শক্তিশালী একটি গল্প আছে।’
রিকি বলেন, ‘প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে মিস ইউনিভার্স জেতার বড় স্বপ্ন ছিল। তবে এবার আমি কেবল অভিজ্ঞতা উপভোগ করতে যাচ্ছি।’
রিকি এখন আগামী নভেম্বরে এল সালভাদরে অনুষ্ঠিত হতে যাওয়া সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করবেন।
