ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, বেকায়দায় লিজ ট্রাস
সুয়েলা ব্রাভারম্যান ও প্রধানমন্ত্রী লিজ ট্রাস
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান পদত্যাগ করেছেন। ব্যক্তিগত এক ইমেইলে সংসদীয় সহকর্মীর কাছে অফিসিয়াল নথি পাঠানোর পর এ ঘোষণা দেন তিনি। এতে আরও বেকায়দায় পড়লেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস।
পদত্যাগপত্র জমা দেওয়ার আগে প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে সরাসরি দেখা করেন সুয়েলা ব্রাভারম্যান।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারকে ভুলের দায় স্বীকার করতে হবে। আমরা ভুল করিনি এমন ভান করা এবং সৃষ্ট সংকট যাদুকরীভাবে ঠিক হয়ে যাবে এমনটা আশা করা ঠিক নয়।
প্রধানমন্ত্রীর তার মত একজনকে হারানোয় সরকারের শীর্ষে অশান্তি বাড়াবে। কারণ, ট্রাস টোরি এমপিদের মধ্যে ব্যাপক অসন্তোষের সম্মুখীন। সুয়েলা ব্রাভারম্যানের পদত্যাগ লিজ ট্রাস এবং তার সরকারের জন্য একটি বড় ক্ষত।
পদত্যাগপত্রে স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, সরকারের লোকেদের তাদের ভুলের জন্য দায় স্বীকার করার উপর নির্ভর করবে সরকার টিকবে কিনা।
ব্রাভারম্যান আরও স্পষ্ট করেছেন যে, তিনি সরকারের ‘দিকনির্দেশনা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটি নির্বাচিত ঘোষণাপত্রকে সম্মান করছে কিনা প্রশ্ন তুলেন।
এদিকে কনজারভেটিভ এমপি চার্লস ওয়াকার বর্তমান পরিস্থিতিকে ‘বিপর্যস্ত’ বলে উল্লেখ করেছেন। ক্ষিপ্ত হয়ে তিনি বিবিসিকে বলেন, সরকারের ফিরে আসার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, আমি আশা করি প্রধানমন্ত্রী খুব শিগগিরই পদত্যাগ করবেন কারণ তিনি তার কাজটি করছেন না।
এর আগে ট্যাক্স ইস্যুতে পদত্যাগ করেন অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেং। এরপরই গুনঞ্জন ওঠে প্রধানমন্ত্রীকেও শিগগিরই পদত্যাগ করতে হতে পারে।
তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই লিজ ট্রাসের। তার রাজনৈতিক মুখপাত্র বুধবার (১৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে।
আরএ/