রানি দ্বিতীয় এলিজাবেথের চিরবিদায় আজ
ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে আজ। যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রানিকে শেষ শ্রদ্ধা জানানোর আয়োজন করা হয়েছে।
রানির শেষকৃত্যের অনুষ্ঠানে বিশ্বের ৫ শতাধিক অতিথি উপস্থিত থাকবেন। সেখানে উপস্থিত হবেন আরও ২ হাজার মানুষ। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা শেষকৃত্যের অনুষ্ঠানে হাজির হয়েছেন। ১১টা ৫৫ মিনিটে ২ মিনিট নীরবতা পালন করা হবে। এর মধ্য দিয়ে রানির শেষকৃত্য অনুষ্ঠান শেষ হবে।
রানির কফিনটি হীরা-খচিত মুকুট দিয়ে আবৃত অবস্থায় রাখা হয়েছে। কফিনে শ্রদ্ধা জানানোর অপেক্ষায় আছেন হাজার-হাজার ব্রিটিশ। ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে রানির মরদেহ নেওয়া হবে লন্ডনের ওয়েলিংটনে।
বিকাল ৩টার দিকে রানির শবযাত্রা শুরু হবে। ওয়েলিংটন থেকে উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে নেওয়া হবে রানির মরদেহ। সেখানে উপস্থিত থাকবেন বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধানরা। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় প্রয়াত স্বামী ফিলিপের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু পুরো দেশেই শোকের ছায়া নেমে এসেছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রানির কফিনে সম্মান জানাতে দেখা গেছে বহু মানুষকে। এদিন ব্রিটেনে ছুটি ঘোষণা করা হয়েছে। রানির শেষকৃত্য উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রিটেনের ইতিহাসে দীর্ঘতম সময় আসীন ছিলেন তিনি। মাত্র ২৫ বছর বয়সে রাজমুকুট মাথায় পরেন তিনি।
এসজি