ব্রিটেনের নতুন রাজা চালর্স
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ব্রিটেনের নতুন রাজা তার ছেলে ও সাবেক প্রিন্স অব ওয়েলস চালর্স। তাকে ডাকা হবে রাজা তৃতীয় চালর্স। আর তার বড় ছেলে যুবরাজ উইলিয়ামের মাথায় উঠবে তারই উপাধি প্রিন্স অব ওয়েলস।
কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই উত্তরাধিকারী হিসেবে রাজার পদবি পাবেন ৭৩ বছর বয়সী চার্লস। একই সঙ্গে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডসহ ১৪টি কমনওয়েলথ দেশেরও রাজা হবেন তিনি।
এর আগে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনিই দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসন অলংকৃত করে রাখেন। কয়েক মাস আগেই তার সিংহাসনে আরোহনের ৭৫ বছর উদযাপন করা হয়েছিল।
বেশ কিছুদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। হাঁটাচলা ও দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছিল তার। তার অসুস্থতার খবরে বালমোরাল প্রাসাদে ছুটে যান তার চার ছেলে-মেয়ে যুবরাজ চার্লস (৭৩), রাজকুমারী অ্যান (৭২), যুবরাজ অ্যান্ড্রিউ (৬২) ও যুবরাজ এডওয়ার্ড (৫৮)।
অন্যদিকে আমেরিকা থেকে ছুটে যান উইলিয়ামের ভাই হ্যারি এবং তার স্ত্রী মেগান। রাজপরিবারের সংসর্গ ছেড়ে এখন আমেরিকায় থিতু হয়েছেন হ্যারি এবং মেগান।
এসজি