জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
ছবি: সংগৃহীত
জাপানে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) কিউশু অঞ্চলের মিয়াজাকি প্রিফেকচারের উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে।
স্থানীয় সময় রাত ৯টা ১৯ মিনিটে মিয়াজাকি উপকূলে ভূমিকম্পের পর তিন ফুট উচ্চতার সুনামি ঢেউয়ের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করা হয়। যদিও ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্প সুনামির বড় কোনো হুমকি সৃষ্টি করবে না, তবে জেএমএ উপকূলীয় এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।
সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, “সুনামি বারবার আঘাত হানতে পারে। দয়া করে সমুদ্রের দিকে যাবেন না এবং উপকূলীয় এলাকার কাছাকাছি অবস্থান করবেন না।” পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় প্রশাসন জনগণকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। সূত্র: এএফপি