বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ | ১৮ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নারীদের ব্যবহৃত স্থান দেখা যায়- এমন জানালা নিষিদ্ধ করল তালেবান

প্রতীকী ছবি

আফগানিস্তানে আবাসিক ভবনগুলোতে এমন জানালা নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে, যা আফগান নারীদের ব্যবহৃত স্থানের দিকে মুখ করে থাকে। পাশাপাশি বিদ্যমান জানালাগুলো বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে। তালেবানের সর্বোচ্চ নেতা এ সম্পর্কিত একটি নির্দেশ জারি করেছেন।

তালেবান সরকারের মুখপাত্র শনিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছেন, নতুন ভবনে এমন জানালা থাকা উচিত নয়, যেগুলো থেকে ‘আঙিনা, রান্নাঘর, প্রতিবেশীর কুয়া ও অন্যান্য জায়গা দেখা যায়, যা সাধারণত নারীরা ব্যবহার করেন।’

সরকারি মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এই আদেশে উল্লেখ করেছেন, ‘নারীদের রান্নাঘরে কাজ করতে, আঙিনায় চলাফেরা করতে বা কুয়া থেকে পানি আনতে দেখা অশালীন কাজের দিকে নিয়ে যেতে পারে।’

নির্দেশ অনুযায়ী, ভবন নির্মাণস্থলগুলোতে পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে নজরদারি করতে হবে, যাতে প্রতিবেশীদের বাড়ির ভেতর দেখা যায়—এমন জানালা তৈরি করা না হয়। এ ছাড়া যদি এমন জানালা ইতিমধ্যে থেকে থাকে, তবে মালিকদের উৎসাহিত করা হবে দেয়াল নির্মাণ বা অন্য কোনো উপায়ে জানালাগুলো ঢেকে দিতে, যাতে প্রতিবেশীদের জন্য অসুবিধা এড়ানো যায়।

২০২১ সালের আগস্টে তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর থেকে নারীদের জনসমাগমস্থল থেকে ধীরে ধীরে সরিয়ে দেওয়া হয়েছে।

জাতিসংঘ এসব পদক্ষেপকে ‘লিঙ্গবৈষম্যের শাসন’ হিসেবে গোষ্ঠীটির সমালোচনা করেছে। তালেবান কর্তৃপক্ষ মেয়েদের জন্য প্রাথমিকের পর শিক্ষা বন্ধ করে দিয়েছে, কর্মসংস্থানে নিষেধাজ্ঞা জারি করেছে এবং পার্ক ও অন্যান্য জনপরিসরে প্রবেশ নিষিদ্ধ করেছে।

সম্প্রতি একটি আইন জারি করে তালেবান সরকার নারীদের জনসমক্ষে গান গাওয়া বা কবিতা আবৃত্তি নিষিদ্ধ করেছে। একই সঙ্গে বাড়ির বাইরে দেহ ঢেকে রাখতে ও কণ্ঠ অন্যদের না শোনাতে উৎসাহিত করা হয়েছে।

কিছু স্থানীয় রেডিও ও টেলিভিশন স্টেশন ইতিমধ্যে নারীদের কণ্ঠ সম্প্রচার বন্ধ করে দিয়েছে। তালেবান প্রশাসন দাবি করে, ইসলামী আইন আফগান পুরুষ ও নারীদের অধিকার ‘নিশ্চিত’ করে। সূত্র: এএফপি

Header Ad
Header Ad

বছরের শুরুতেই বিয়ে করলেন গায়ক আরমান মালিক

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক। নতুন বছরের শুরুতেই আজ (২ জানুয়ারি) সকালে নিজের বিয়ের ছবি শেয়ার করে সকলকে অবাক করলেন জনপ্রিয় গায়ক আরমান মালিক। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরে নিলেন তিনি। বর এবং কনে দু'জনেই প্যাস্টেল শেডের পোশাকে টুইনিং করে বিয়ের মঞ্চে হাজির হন বিয়েতে।

আশনাকে দেখা গেল কমলা লেহেঙ্গায়, আর আরমান বেছে নিয়েছিলেন প্যাস্টেল অরেঞ্জ শেরওয়ানি। বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে আরমান ক্যাপশনে লিখেছেন, 'তু হি মেরা ঘর।'

গায়কের স্ত্রী আশনা শ্রফ একজন স্বনামধন্য ফ্যাশন এবং বিউটি ভ্লগার, পাশাপাশি তিনি ইউটিউবারও। ২০২৩ সালে তিনি কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অফ দ্য ইয়ার খেতাব পান।

 

ছবি: সংগৃহীত

আরমান এবং আশনা ২০২৩ সালের আগস্ট মাসে বাগদান করেন। সেদিন আরমান পরেছিলেন বেইজ রঙের প্যান্টস্যুট, আর আশনার পরনে ছিল সাদা ফ্লোরাল প্রিন্টের শর্ট ড্রেস।

প্রেমিকাকে হাঁটু মুড়ে বসে একেবারে চলচ্চিত্রের কায়দায় আংটি পরান আরমান। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন, 'আমাদের চিরদিন একসঙ্গে থাকার সফর এখন থেকেই শুরু।'

উল্লেখ্য, আরমান মালিক একাধারে সংগীত পরিচালক, গীতিকার, ভয়েস আর্টিস্ট, প্রযোজকও। বলিউডের অনেক সিনেমার গানে প্লেব্যাক করেছেন তিনি। হিন্দি ভাষার পাশাপাশি ইংরেজি, বাংলা, মারাঠি, তামিল, কন্নড়, পাঞ্জাবি, উর্দুসহ আরও বেশ কটি ভাষার গান গেয়েছেন আরমান।

Header Ad
Header Ad

টানা দুই ম্যাচে পরাজয়ের স্বাদ পেল ঢাকা, রাজশাহীর প্রথম জয়

ছবি: সংগৃহীত

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে বাজেভাবে হেরেছিল ঢাকা ক্যাপিটালস। ঘুরে দাঁড়ানো লক্ষ্য দ্বিতীয় ম্যাচে রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছিল শাকিব খানের দল। কিন্তু এই ম্যাচেও সেরাটা দিতে পারেননি লিটন-মোস্তাফিজরা। বিপরীতে গুণতে হয়েছে ক্যাচ মিসের মাশুল। রাজশাহীর কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা ক্যাপিটালস।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে রাজশাহীর ১৭৫ রানের লক্ষ্য দিয়েছিল ঢাকা। জবাব দিতে নেমে ১২ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রাজশাহী। এটি তাদের প্রথম জয়।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রাজশাহী। দলীয় ৩০ রানে ২ উইকেট হারিয়ে বসে তারা। ৫ বলে ১২ রান করে প্রথম ওভারে হারিস আউট হলে ৮ বলে শূন্য করে তাকে সঙ্গ দেন জিরান আলম।

তিনে ব্যাট করতে নেমে ইয়াসিরকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন এনামুল হক। ক্যাচ মিস করায় দুজনেই একটি করে জীবন পান। তবে ইনিংস বড় করতে পারেননি ইয়াসির। ২০ বলে ২২ রান করে আউট হন তিনি। এরপর পিচে এসে ব্যাট চালাতে থাকে রায়ান বার্ল।

অপর প্রান্ত থেকে ৩৫ বলে ফিফটি তুলে নেন বিজয়। অথচ নাজমুল হাসান অপু ক্যাচটি না ছড়লে ৩০ রানে থেমে যেত বিজয়ের ইনিংস। কিন্তু সেই সুযোগ লাগিয়ে দায়িত্বশীল ব্যাটিং করে রাজশাহীকে জয়ের পথে এগিয়ে নেন তিনি।

 

ছবি: সংগৃহীত

বিজয়ের সঙ্গ পেয়ে ৩১ বলে ফিফটি তুলে নেন রায়ান বার্ল। শেষ পর্যন্ত বিজয়ের ৪৬ বলে ৭৩ রান এবং রায়ান বার্লের ৩৩ বলের অপরাজিত ৫৫ রানে ভর করে ১২ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রাজশাহী।

ঢাকা ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবু একটি উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ঢাকা। দলীয় ১২ রানে ২ উইকেট হারায় দলটি। ৫ বলে শূন্য রান করে লিটন আউট হলে ১০ বলে ৯ রান করে তার দেখানো পথে হাঁটেন আরেক ওপেনার তানজিদ তামিম। 

তিনে ব্যাট করতে নেমে শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে ঢাকা শিবিরে হাল ধরেন স্টিফেন এসকেনজি। তবে ফিফটি তুলতে পারেননি তিনি। ২৯ বলে ৪৬ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর পিচে এসে বলে বলে বাউন্ডারি মারতে থাকেন থিসারা পেরেরা। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৯ বলে ২১ রান করে বাউন্ডারি লাইনে কাঁটা পড়েন তিনি।

 

ছবি: সংগৃহীত

তবে এক প্রান্ত আগলে রেখে ৪১ বলে ফিফটি তুলে নেন শাহাদত। কিন্তু পরের বলেই ক্যাচ আউট হন তিনি। এরপর ৩ বলে ১ রান করে আউট হন চতুরাঙ্গা ডি সিলভা। শেষ দিকে ব্যাট চালাতে থাকেন সুভম রঞ্জনি। শেষ দিকে আলাউদ্দিন বাবু (১৩), মুকিদুল ইসলাম (০) এবং রঞ্জনি ২৪ রানে আউট হলেও ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানের লড়াকু পুঁজি পেয়েছিল ঢাকা।

Header Ad
Header Ad

গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ

ছবি: সংগৃহীত

গোয়েন্দা সংস্থার সুপারিশের ভিত্তিতে ৪৩তম বিসিএসে ২২৭ জনকে গেজেটভুক্ত করা হয়নি বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপারিশকৃত ২ হাজার ১৬৩ জন প্রার্থীর মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে গত ৩০ ডিসেম্বর এক হাজার ৮৯৬ জন প্রার্থীর অনুকূলে নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে, ৪৩তম বিসিএসে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে গত ৩০ ডিসেম্বর নতুন করে আবার প্রজ্ঞাপন জারি হয়। নতুন প্রজ্ঞাপনে বাদ পড়েন ১৬৮ জন। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৮৯৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হলো। এসব প্রার্থীকে ১৫ জানুয়ারি চাকরিতে যোগ দিতে হবে।

৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত বছরের ২৬ ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। সুপারিশের দীর্ঘ ১০ মাস পর ১৫ অক্টোবর যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল, সেখানে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন ৯৯ জন। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়েছেন মোট ২৬৭ জন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বছরের শুরুতেই বিয়ে করলেন গায়ক আরমান মালিক
টানা দুই ম্যাচে পরাজয়ের স্বাদ পেল ঢাকা, রাজশাহীর প্রথম জয়
গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ
ভারতে তুলনামূলক হারে কমেছে বাংলাদেশী পর্যটক
ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
কেন খাবেন সারা রাত ভেজানো কিশমিশ-পানি
বছরের শুরুতেই উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, নারীসহ আহত ১৫!
বিপিএলে এক ম্যাচেই ৭ উইকেট নিয়ে তাসকিনের রেকর্ড
সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক
ম্যাজিস্ট্রেট সেজে নারী চিকিৎসকের সঙ্গে ডিম ব্যবসায়ীর মধুর প্রেম, অতঃপর...
‘ডাক’ মেরে নতুন বছর শুরু লিটন দাসের
আজ চুপচাপ থাকা মানুষদের দিন: বিশ্ব অন্তর্মুখী দিবস
অবশেষে বাংলাদেশিদের জন্য চালু হলো থাইল্যান্ডের ই-ভিসা
পল্লী বিদ্যুৎ সমিতিতে একাধিক পদে চাকরির সুযোগ, চলছে আবেদন
রাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের তালা, ক্যাম্পাসে উত্তেজনা!
পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি
মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর-টিকিট বুথে আগুন!
ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী, জানুয়ারিতেই তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা
চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর
ব্রেন্টফোর্ডকে হারিয়ে দুইয়ে ফিরল আর্সেনাল